বিনোদন

সত্যি কি সুভাষ ঘাই আইসিইউতে?

খবর ছড়িয়েছে, ভারতের চলচ্চিত্র পরিচালক সুভাষ ঘাই ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অসুস্থতার খবরে উদ্বিগ্ন হয়ে পড়েন তার ভক্ত-অনুরাগীরা। কিন্তু এসব তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন সুভাষ ঘাই নিজেই।

রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে মাইক্রোব্লগিং সাইট এক্সে (টুইটার) নিজের শারীরিক অবস্থা জানিয়ে একটি পোস্ট দিয়েছেন সুভাষ ঘাই। তাতে ‘পরদেশ’খ্যাত এই নির্মাতা লেখেন, “আমার অসুস্থতার খবর শুনে অনেক বন্ধু ভালোবাসা প্রকাশ করেছেন, এটা জেনে খুব আনন্দিত। গোয়র আইএফএফআই-তে খুব ব্যস্ত সময় কাটিয়েছি। এখন সবকিছু ঠিক আছে এবং খুব শিগগির দেখা হবে। ধন্যবাদ।”

এর আগে সুভাষ ঘাইয়ের টিম একটি বিবৃতি প্রকাশ করে। তাতে বলা হয়— “আমরা নিশ্চিত করতে চাই যে, সুভাষ ঘাই পুরোপুরি সুস্থ আছেন। রুটিন চেক-আপের জন্য তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং তিনি ভালো আছেন। আপনাদের উদ্বেগ ও ভালোবাসার জন্য ধন্যবাদ।”

ইন্ডিয়া টুডে জানিয়েছে, ৭৯ বছরের সুভাষ ঘাই মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মূলত, তার শারীরিক দুর্বলতা, মাথা ঘুরানো, শ্বাসকষ্টের সমস্যা রয়েছে।

সুভাষ ঘাই নির্মিত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো— ‘কালীচরণ’ (১৯৭৬), ‘হিরো’ (১৯৮৩), ‘কর্মা’ (১৯৮৬), ‘রাম লক্ষ্মণ’ (১৯৮৯), ‘সওদাগর’ (১৯৯১), ‘পরদেশ’ (১৯৯৭), ‘তাল’ (১৯৯৯) প্রভৃতি।