আন্তর্জাতিক

আসাদের প্রাসাদে লুটপাট

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর তার প্রাসাদে লুটপাট চালাচ্ছেন বিদ্রোহী যোদ্ধারা। রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

শনিবার রাতে সিরিয়ার রাজধানী দামেস্কে ঢুকে পড়ে বিদ্রোহীরা। এর আগেই প্রেসিডেন্ট বাশার আল-আসাদ বিমানে করে দামেস্ক ছেড়ে অজ্ঞাত স্থানে চলে যান। এর মাধ্যমে বাশার পরিবারের দীর্ঘ শাসনের অবসান ঘটলো দেশটিতে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, রাজধানী দামেস্কের প্রেসিডেন্ট প্রাসাদের ভেতরে বিদ্রোহীরা ঘোরাফেরা করছে। তাদের প্রেসিডেন্ট প্রাসাদে আসাদের পরিবারের প্রতিকৃতি ভাঙচুর করতে দেখা গেছে। 

আরেকটি ভিডিওতে দেখা গেছে, প্রাসাদের অভ্যন্তরে বিভিন্ন কক্ষ তছনছ করা হয়েছে। কেউ কেউ প্লাস্টিকের ব্যাগে প্রেসিডেন্ট পরিবারের ব্যবহার্য তুলে নিয়ে যাচ্ছেন। কাউকে আবার বিভিন্ন জিনিস বাছাই করতে দেখা গেছে। অনেককে কাঁধে করে প্রাসাদের চেয়ার নিয়ে যেতে দেখা গেছে।

বাশার আল-আসাদ ২০০০ সালে সিরিয়ার শাসন ক্ষমতায় আসেন। এর আগে তার বাবা হাফিজ আল-আসাদ ২৯ বছর দেশটি শাসন করেছিলেন।

২০১১ সালে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। ওই সময় বিক্ষোভকারীদের দমনে কঠোর পন্থা অবলম্বন করেন তিনি। এরপর বিক্ষোভকারীরা সশস্ত্র বিদ্রোহ শুরু করেন। এতে করে দেশটিতে শুরু হয় গৃহযুদ্ধ।

পরবর্তীতে বাশার আল আসাদকে বাঁচাতে এগিয়ে আসে রাশিয়া, ইরান ও লেবাননের হিজবুল্লাহ। এতে বিদ্রোহীরা পিছু হটতে বাধ্য হয়।

কিন্তু সাম্প্রতিক সময়ে লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দুর্বল হয়ে যাওয়া, ইরান তার চিরশত্রু ইসরায়েলের দিকে মনোনিবেশ ও ইউক্রেন নিয়ে রাশিয়ার ব্যস্ত থাকার সুযোগে বিদ্রোহীরা আবারও তৎপর হয়ে উঠে। সম্প্রতি বিদ্রোহীরা সরকারি বাহিনীর বিরুদ্ধে তীব্র হামলা শুরু করে। শেষ পর্যন্ত রবিবার মাত্র দুই সপ্তাহের মধ্যে তারা আসাদকে ক্ষমতাচ্যুত করতে সক্ষম হয়েছে।