সারা বাংলা

খাগড়াছড়িতে স্বেচ্ছাশ্রমে সাঁকো নির্মাণ 

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় স্বেচ্ছাশ্রম ও অর্থ সহায়তা দিয়ে বাঁশের সাঁকো তৈরি করল স্থানীয় সামজিক সংগঠন ‘গঞ্জপাড়া মারমা যুব সংঘের’ সদস্যরা। রবিবার (৮ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত তারা গঞ্জপাড়া ঘাটে হালদা নদীর উপর সাঁকো তৈরি করেন।

এই সাঁকো দিয়ে ৩নং যোগ্যচোলা ইউনিয়নের গঞ্জপাড়া, রসুন আলী পাড়া, নতুন পাড়া ও রাঙ্গাছড়া গ্রামের মানুষজন ও শিক্ষার্থীরা যোগ্যচোলা বাজার, মানিকছড়ি বাজার ও স্কুল কলেজে আসা-যাওয়া করে।

শুষ্ক মৌসুমে বাঁশের তৈরি সাঁকো দিয়ে পারাপার সহজ হলেও বর্ষায় সময় পানি বাড়লে সাঁকো পানির স্রোতে ভেসে যায়, না হয় ডুবে যায়। তখন পারাপারে একমাত্র ভরসা বাঁশের ও কলা গাছের ভেলা। তখন চলাচলে ভোগান্তি বেড়ে যায়। তারপরও বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে তাদের পারাপার হতে হয়।

গঞ্জপাড়া মারমা যুব সংঘের উপদেষ্টা দোঅংগ্য মারমা, সভাপতি অংগ্য মারমা, সাধারণ সম্পাদক রাপ্রু মারমাসহ অন্যান্য সদস্যরা জানান, শুষ্ক মৌসুমে কোনোমতে বাঁশের তৈরি সাঁকো তৈরি করে যাতায়াত সহজ হলেও বর্ষার সময় ভোগান্তি বেড়ে যায়। 

৩নং যোগ্যাছোলা ইউনিয়ন বিএনপি সভাপতি জামাল উদ্দিন বলেন, সেতু না থাকায় গ্রামের লোকজন অনেক কষ্ট পাচ্ছে। বৃষ্টির সময় স্রোতের তোড়ে সাঁকো ভেসে যায়। আগামীতে জাতীয় নির্বাচনে বিএনপি সরকার গঠন করলে গঞ্জপাড়া ঘাটে ব্রিজ নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন তিনি।

মারমা যুব সংঘের সদস্যরা অর্থ ও শ্রম দিয়ে সাঁকো নির্মাণকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসীরা।