সোমবার বাংলাদেশে সফরে আসা ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্র প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করতে পারেন বলে জানিয়েছেন উপ প্রেস সেক্রেটারি অপূর্ব জাহাঙ্গীর।
রবিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
ভারতের পররাষ্ট্রসচিবের সফরে চলমান উত্তেজনা নিসরন হবে কি না— এমন প্রশ্নে শফিকুল আলম বলেন, ‘‘আমরা আশা করছি ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা ভালো হবে। তাদের সঙ্গে আমাদের বহুমুখী সম্পর্ক রয়েছে।’’
তিনি বলেন, ‘‘সোমবার বাংলাদেশ সফরে আসছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। তার সফরের মাধ্যমে চলমান অস্থিরতার নিরসন হবে এমনটা আশা করছি। আমরা চাইব, ভারতের সঙ্গে সম্পর্কটা আরো ভালো জায়গায় যাক। যাতে দুদেশের মানুষই তার সুফল ভোগ করেন। একইসঙ্গে চাচ্ছি, ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা ন্যায্যতা, সমতা ও মর্যাদাপূর্ণ হবে। সেটা আমাদের ফোকাস থাকবে।’’
ভারতের পররাষ্ট্রসচিবের সঙ্গে হওয়া বৈঠকে সরকারে অগ্রাধিকারের বিষয়ে জানতে চাইলে প্রেস সচিব বলেন, ‘‘ভারত আমাদের প্রতিবেশী। তার সঙ্গে আমাদের ভাষাগত, ইতিহাস ও সংস্কৃতিগত যোগাযোগ রয়েছে। অভিন্ন অনেক নদী রয়েছে। ভারতের সঙ্গে আমাদের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্টতার বিষয় রয়েছে, প্রত্যেকটা বিষয়ে আলোচনা হবে। প্রত্যেকটা বিষয়ই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’’
ভারতের সঙ্গে করা ‘অসম’ চুক্তির বিষয়ে দেশটির পররাষ্ট্র সচিবের সঙ্গে আলোচনা হবে কি না- এমন প্রশ্নে অপূর্ব জাহাঙ্গীর বলেন, ‘‘ভারতের সঙ্গে আগামীতে কী ধরনের সম্পর্ক হবে, তা ভবিষ্যৎ বলতে পারে। তবে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো ছাড়া অসম চুক্তিগুলো রয়েছে তা নিয়ে ভবিষ্যতে অবশ্যই আলোচনা হবে। এটা সামনে বুঝা যাবে।’’
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।