আন্তর্জাতিক

বাংলাদেশি শাড়ি পুড়িয়ে কলকাতায় বিক্ষোভ

ভারতের পশ্চিমবঙ্গে রাজধানী কলকাতায় বাংলাদেশি শাড়ি পুড়িয়ে হিন্দু নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে একটি সংগঠন। রবিবার সল্টলেক ইন্টারন্যাশনাল বাস টার্মিনাসে বাঙালি হিন্দু সুরক্ষা সমিতির আয়োজনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

বিক্ষোভকারীরা শাড়িসহ সব বাংলাদেনি পণ্য বয়কটের আহ্বান জানিয়েছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেছে, দেশের প্রতি অসম্মান এবং বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের উপর আক্রমণ অব্যাহত থাকলে ভারতীয়রা চুপ থাকবে না।

সমাবেশে অংশ নেওয়া এক ব্যক্তি পিটিআইকে বলেন, “আমরা বাংলাদেশে হিন্দুদের ক্রমাগত টার্গেট করা এবং ভারতের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্যের নিন্দা জানাই। আমরা অলস বসে থাকব না এবং জামদানি শাড়ি জ্বালিয়ে আমরা জনগণকে বাংলাদেশি পণ্য বয়কট করার আহ্বান জানাচ্ছি।”

এদিকে কাথিতে এক পৃথক সমাবেশে রাজ্যের বিরোধী দল বিজেপির নেতা শুভেন্দু অধিকারী বলেছেন, বাংলাদেশে মৌলবাদীদের উত্থানের বিরুদ্ধে সনাতনীরা একাট্টা হয়েছে।

মোদি সরকার বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দাবি করে তিনি জানান, আন্তর্জাতিক প্রোটোকল এবং জাতিসংঘের নির্দেশিকা অনুসরণ করে নরেন্দ্র মোদি সরকার সঠিক সময়ে যথাযথ পদক্ষেপ নেবে।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকেই বাংলাদেশ হিন্দু নির্যাতনের মিথ্যা অভিযোগ করে আসছে বিজেপিসহ হিন্দুত্ববাদী দলগুলো। সম্প্রতি হিন্দু জাগরণ মঞ্চের নেতা চিন্ময় দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তারের পর ভারতে তার মুক্তির দাবিতে বিক্ষোভ-সমাবেশ করছে বিভিন্ন গোষ্ঠী।