বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাসের ধাক্কায় আশরাফুল (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে খুলনা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফুল সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা এলাকার বাসিন্দা। মোল্লাহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নুরুজ্জামান চানু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘‘গোপালগঞ্জ থেকে ভাতিজা রনিকে নিয়ে সাতক্ষীরা যাচ্ছিলেন আশরাফুল। ফকিরহাটের বনফুল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে পর্যটক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক আশরাফুলের মৃত্যু হয়। আহত হয় ভাতিজা রনি। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’