বিনোদন

‘পুষ্পা টু’ দেখে জিতের পোস্ট, জবাবে কী বললেন আল্লু অর্জুন?

প্রেক্ষাগৃহে মুক্তির পর বক্স অফিসে ঝড় তুলেছে আল্লু অর্জুন অভিনীত সিনেমা ‘পুষ্পা টু’। সুকুমার নির্মিত এ সিনেমা মুক্তির প্রথম দিনে ভারতের সবচেয়ে বেশি আয় করা সিনেমার তকমা কেড়ে নেয়; ভেঙে দেয় ‘ট্রিপল আর’, ‘বাহুবলি টু’ সিনেমার রেকর্ড।

বক্স অফিসে ঝড় তোলার পাশাপাশি চলচ্চিত্রপ্রেমীরাও প্রশংসা করছেন সিনেমাটির। আল্লু অর্জুনের ‘পুষ্পা টু’ দেখে ভূয়সী প্রশংসা করলেন ভারতীয় বাংলা সিনেমার সুপারস্টার জিৎ।

গতকাল মাইক্রোব্লগিং সাইট এক্সে একটি পোস্ট দেন জিৎ। ‘পুষ্পা টু’ সিনেমা দেখার অভিজ্ঞতা জানিয়ে এ নায়ক লেখেন, “পুষ্পা টু’ দেখলাম, আমি সত্যিই অভিভূত হয়েছি। আল্লু অর্জুনসহ প্রত্যেকে অসাধারণ কাজ করেছেন। আল্লু অর্জুন আবারো প্রমাণ করলেন, তিনিই দেশ সেরা।”

পাশাপাশি সিনেমাটির পরিচালক ও লেখক সুকুমারেরও ভূয়সী প্রশংসা করেন জিৎ। সব শেষে তিনি লেখেন, “সিনেমাটি দেখতেই হবে।”

জিতের এই পোস্ট নজর কেড়েছে আল্লু অর্জুনেরও। ধন্যবাদ জানিয়ে পাল্টা পোস্ট দিয়েছেন পর্দার ‘পুষ্পা’। তিনি লেখেন, “জিৎ গারু (‘গারু’ শব্দের বাংলা অর্থ— দাদা)। আপনার প্রশংসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সিনেমাটি যে আপনার ভালো লেগেছে, তা জেনে আমি সত্যিই খুব খুশি। আপনার ভালোবাসায় আমি ধন্য।”

‘পুষ্পা টু’ সিনেমায় আল্লু অর্জুনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। ‘পুষ্পা’ সিনেমায় এসপি ভানুয়ার সিং শেখওয়াত চরিত্রে অভিনয় করেছিলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফাহাদ ফাসিল। ন্যাড়া মাথার এই আইপিএস অফিসারের পারফরম্যান্স মুগ্ধ করে দর্শকদের। ‘পুষ্পা টু’ সিনেমায়ও একই চরিত্রে দেখা যায় ফাহাদ ফাসিলকে।

‘পুষ্পা টু’ সিনেমা প্রথমটির চেয়ে আরো বেশি চমকপ্রদ হবে বলে আগেই আশ্বাস দিয়েছিলেন নির্মাতারা। বাজেটও আনেন পরিবর্তন। প্রথম সিনেমার তুলনায় যা দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল ১৯৩ কোটি রুপি; এবার তা ৪০০-৫০০ কোটি রুপি।