বাংলাদেশে হিন্দুদের ওপর কথিত নির্যাতনের অভিযোগ তুলে ভারতের রাজনৈতিক নেতারা একের পর এক উসকানিমূলক হুংকার দিয়ে যাচ্ছেন।
টাইমস অব ইন্ডিয়ার খবর অনুসারে, রবিবার (৮ ডিসেম্বর) পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, ভারত একটি রাফাল যুদ্ধবিমান পাঠালেই বাংলাদেশ কেঁপে উঠবে। তিনি বলেন, বাংলাদেশের মানুষদের ভারতের সামরিক সক্ষমতা সম্পর্কে কোনো ধারণা নেই। তিনি বাংলাদেশিদের যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের কাছ থেকে ভারতের সামরিক শক্তি সম্পর্কে জেনে নেওয়ার পরামর্শ দিয়েছেন।
কাঁথির এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “তাদের মনে রাখা উচিত, আলু-পেঁয়াজের মতো সামগ্রীর জন্যও বাংলাদেশকে ভারতের ওপর নির্ভর করতে হয়। যে দেশ একটি প্যাকেট আয়োডিনযুক্ত লবণও উৎপাদন করতে পারে না, তাদের নিজেদের সীমাবদ্ধতা জানা উচিত।”
এর আগে, গত শনিবার রাতে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী এবং পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার কটাক্ষ করে বলেন, বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষে পশ্চিমবঙ্গের সিভিক ভলান্টিয়ারদের সামলানোও কঠিন হবে।
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে টিভি৯ বাংলাকে প্রতিক্রিয়া দিতে গিয়ে সুকান্ত মজুমদার বলেন, “বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর। যে পরিস্থিতির মধ্যে দিয়ে বাংলাদেশি হিন্দুরা যাচ্ছে সেটা আমাদের জন্য হৃদয় বিদারক। তবে বাংলাদেশ থেকে যারা হুমকি দিচ্ছেন তারা কোনো সরকারি পদে নেই, ওদের কোনো ক্ষমতা নেই। চারদিনে কলকাতা দখল করার কথা বলছে... এটা কী হাতের মোয়া? কিছুই বোঝে না। বাংলাদেশ সেনাবাহিনীর জন্য কলকাতার সিভিক ভলান্টিয়াররাই যথেষ্ট। তারাই আটকে দেবে ওদের। ভারতের সৈন্য শক্তি সম্পর্কে ওদের কোনো ধারণা নেই। পৃথিবীর চতুর্থ বৃহত্তম সেনা রয়েছে ভারতের হাতে।”
এদিকে, ১৫ মিনিটের মধ্যে বাংলাদেশ ‘ক্লিয়ার’ করবেন বলে হুংকার দিয়েছেন বিজেপি নেতা ও তেলেঙ্গানার এমপি টি রাজা সিং।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, রবিবার (৮ ডিসেম্বর) দক্ষিণ গোয়ার কুরচোরেমে বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে টি রাজা সিং এই মন্তব্য করেন।
বিজেপির এই নেতা বলেন, “বাংলাদেশে হিন্দুদের হত্যা করা হচ্ছে এবং তাদের দোকান লুট করা হচ্ছে। তারা সাহায্যের জন্য আবেদন করছে। আমি বলতে চাই, বাংলাদেশের হিন্দুদের সুরক্ষার জন্য আমরা লড়াই করতে প্রস্তুত। মোদিজি, কেবল ১৫ মিনিটের জন্য দরজা (সীমান্ত) খুলে দিন, আমরা কাজটি করব।”
মঞ্চে বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করেন রাজা সিং। এসময় তিনি বলেন, “যারা ভারতের বিরুদ্ধে যাবে, তারা একই পরিণতির শিকার হবে।’ এ সময় একটি তলোয়ার বের করে বিজেপি নেতা বলেন, “এই তলোয়ার কেবল খাপের মধ্যে পুরে রাখার জন্য নয়। এটি প্রতিটি হিন্দুর বাড়িতে থাকা উচিত।”