রোকেয়া দিবসে গোপালগঞ্জে জেলা পর্যায়ে পাঁচ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পাঁচ জন সফল জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গোপালগঞ্জ জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে ‘নারী-কন্যার সুরক্ষা করি-সহিংসতামুক্ত বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি জেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে সুশাসন চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে অতিরিক্ত জেলা প্রশাসক মো. গোলাম কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শ্রীময়ী বাগচী বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে জেলা পর্যায়ের পাঁচটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পাঁচ জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়। এদের মধ্যে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী বিভাগে টুঙ্গিপাড়া উপজেলার কাকলী রায়, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী বিভাগে টুঙ্গিপাড়া উপজেলার হোসনে আরা পারভীন, সফল জননী নারী বিভাগে কাশিয়ানী উপজেলার ফিরোজা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোমে জীবন শুরু বিভাগে কোটালীপাড়া উপজেলার স্বপ্না হালদার ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান বিভাগে কোটালীপাড়া উপজেলার রেখা রানী ওঝাকে সংবর্ধনা দেওয়া হয়। এসময় তাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
বক্তারা বলেন, নারী শিক্ষায় বেগম রোকেয়ার অসামান্য অবদান রয়েছে। তার কারণেই আজ নারীরা শিক্ষা, কাজকর্মে এগিয়ে গেছে। পুরুষের পাশাপাশি সমান অধিকার পাচ্ছেন তারা। তাদের অবদানের কারণে দেশ ও জাতি সামনের দিকে এগিয়ে যাচ্ছে।