বিনোদন

‘ছাইয়্যা ছাইয়্যা’ গানে শাহরুখের সঙ্গে নাচার কথা ছিল যার

বলিউড বাদশা শাহরুখ খান অভিনীত সিনেমা ‘দিল সে’। ১৯৯৮ সালে মুক্তি পায় মনি রত্নম পরিচালিত এ সিনেমা। মুক্তির পর সিনেমাটি ব্লকবাস্টার হিট হয়। এ সিনেমার ‘ছাইয়্যা ছাইয়্যা’ গানটি সিনেমাপ্রেমীদের মুখে মুখে ঘুরতে থাকে।

‘ছাইয়্যা ছাইয়্যা’ গানে শাহরুখ খানের সঙ্গে নাচতে দেখা যায় মালাইকা আরোরাকে। গানটিতে নেচে দারুণ খ্যাতি কুড়ান এই অভিনেত্রী। কিন্তু প্রথমে এ গানে পারফর্ম করার জন্য বলিউড অভিনেত্রী শিল্পা শিরোদকরকে প্রস্তাব দেন সিনেমাটির কোরিওগ্রাফার ফারাহ খান। কিন্তু সর্বশেষ গানটি থেকে বাদ দেওয়া হয় শিল্পাকে।

কয়েক দিন আগে করনভীরকে সাক্ষাৎকার দিয়েছেন শিল্পা শিরোদকর। এসময়ে গানটি থেকে বাদপড়ার বিষয়ে মুখ খুলেন তিনি। শিল্পা শিরোদকর বলেন,  “ছাইয়া ছাইয়া’ গানে পারফর্ম করার জন্য ফারাহ আমাকে প্রস্তাব দিয়েছিলেন। পাশাপাশি গানটিতে পারফর্ম করার জন্য আমার ওজন কমাতে বলেন। এ গানে শাহরুখ খান পারফর্ম করেন। কিন্তু এ ঘটনার ১০ দিন পর ফারাহ আমাকে কাজটি থেকে বাদ দেন।”

তারপর সঞ্চালক করনভীর জানতে চান ওজন না কমানোর কারণে কি বাদ পড়েন? জবাবে বলেন, “ফারাহা বলেছিলেন, এ গানের জন্য তুমি খুবই মোটা।” 

এরপর হাসতে হাসতে প্রশ্ন ছুড়ে দিয়ে করনভীর বলেন, “ আপনি যদি এ গানে থাকতেন, তবে কি ট্রেনটি থেমে যেত?” জবাবে শিল্পা বলেন, “ফারাহ খান ও ‘দিল সে’ সিনেমার পরিচালক মণি রত্নমই ভালো জানেন, আমাকে বাদ দিয়ে মালাইকাকে নেওয়ার কারণ।”

এর আগে মালাইকা সঞ্চালিত শোয়ে উপস্থিত হয়ে ‘ছাইয়্যা ছাইয়্যা’ গান প্রসঙ্গে কথা বলেছিলেন ফারাহ খান। মালাইকাকে উদ্দেশ্য করে ফারাহ খান বলেছিলেন, “ছাইয়্যা ছাইয়্যা’ গানের জন্য তুমিই প্রথম পছন্দ ছিলে না। এর আগে আরো পাঁচজন নায়িকা ট্রেনে উঠতে অস্বীকার করেছিল। আমরা শিল্পা শেঠি, শিল্পা শিরোদকরসহ আরো ২-৩ জনের কাছে গিয়েছিলাম।”

‘দিল সে’ সিনেমায় নায়িকা চরিত্রে প্রথম পছন্দ ছিলেন কাজল। শিডিউল জটিলতার কারণে অভিনয় করতে পারেননি তিনি। পরে তার চরিত্রে নেওয়া হয় মনীষা কৈরালাকে। পরিচালক মনি রত্নমের ‘সন্ত্রাস’-ত্রয়ী সিনেমার তৃতীয় কিস্তি ‘দিল সে’। এর আগে মুক্তি পায় ‘রোজা’ ও ‘বোম্বে’। পরিচালকের সঙ্গে সিনেমাটির সহপ্রযোজকও ছিলেন মনি রত্নম। 

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে