পোশাক শিল্পে বার্ষিক ইনক্রিমেন্ট শতকরা ৯ ভাগ বৃদ্ধির সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, ‘‘পোশাক শিল্পে বাৎসরিক ইনক্রিমেন্ট বিদ্যমান শতকরা ৫ ভাগ বেতন বৃদ্ধির সাথে আরো শতকরা ৪ ভাগ যুক্ত করে মোট ৯ ভাগ বৃদ্ধির সুপারিশ করা হয়েছে।’’
সোমবার (৯ ডিসেম্বর) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, ‘‘নিম্নতম মজুরি বোর্ড কর্তৃক নির্ধারিত বাৎসরিক ইনক্রিমেন্ট অর্থাৎ শতকরা ৫ ভাগ বিদ্যমান অবস্থায় অব্যাহত থাকবে। উক্ত সুপারিশকৃত বাৎসরিক ইনক্রিমেন্ট আরো শতকরা ৪ ভাগ বৃদ্ধি ১ ডিসেম্বর ২০২৪ থেকে কার্যকর হবে; যা জানুয়ারি মাসে প্রদানকৃত বেতনের সাথে দেওয়া হবে। বেতন বৃদ্ধির সাথে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (সর্বশেষ সংশোধিত) সম্পর্কিত অন্যান্য সুবিধাদিও প্রাসঙ্গিক হবে।’’
তিনি জানান, মজুরি বৃদ্ধি সরকার কর্তৃক পুনঃমূল্যায়ন অথবা নিম্নতম মজুরি বোর্ড কর্তৃক পরবর্তী নিম্নতম মজুরি হার ঘোষণা না করা পর্যন্ত অব্যাহত থাকবে।
তিনি মালিক পক্ষ ও শ্রমিক পক্ষকে দেশের স্বার্থে একসাথে কাজ করার জন্য আহ্বান জানান। এক্ষেত্রে পোশাক শিল্পকে বিশ্বমানের পর্যায়ে পৌঁছানোর জন্য শ্রমিকদের অবদানকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
এ সময় সচিব এএইচএম সফিকুজ্জামান, পোশাক শিল্প সেক্টরে বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধি সংক্রান্ত সক্ষমতা ও করণীয়বিষয়ক কমিটির সদস্য মোহাম্মদ খোরশেদ আলম, বাবুল আখতার, কবির আহম্মদ, এএনএম সাইফুদ্দীন, ফজলে শামীম এহসানসহ শ্রম অধিদপ্তরের পরিচালক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যুগ্ম মহাপরিচালক, নিম্নতম মজুরী বোর্ডের সচিব এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম অধিশাখার যুগ্মসচিব উপস্থিত ছিলেন।