সারা বাংলা

যশোরে বিপ্লবী কমিউনিস্ট লীগের মশাল মিছিল

যশোরে বিপ্লবী কমিউনিস্ট লীগের মশাল মিছিল

ভারতের আধিপত্যবাদ রুখতে যশোরে মশাল মিছিল করেছে ‘বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ’।

সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় যশোর পার্টি অফিসের সামনে থেকে মশাল মিছিল বের হয়ে মিছিলটি শহর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে চিত্রা মোড়ে গিয়ে মিছিল শেষ হয়।

মশাল মিছিলে অংশ নেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ, যশোর জেলা কমিটির সম্পাদক কমরেড তসলিম উর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড নাজিমউদ্দীন, কমরেড ইসরারুল হক, কমরেড জিল্লুর রহমান ভিটু প্রমুখ।