আন্তর্জাতিক

সিরিয়ার হারমন অঞ্চল দখলে নিল ইসরায়েল

সিরিয়ার হারমন অঞ্চল দখলে নিল ইসরায়েল

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর, দেশটির হারমন পার্বত্য অঞ্চল দখলে নিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এর মধ্য দিয়ে অধিকৃত গোলান মালভূমির বাফার জোন পুরোটা দখলে নেওয়ার ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে গেল ইসরায়েল।

সোমবার (৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট। 

প্রতিবেদনে বলা হয়েছে, হারমন পর্বতকে কৌশলগত কারণে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হয়। কারণ এটি এই অঞ্চলের সবচেয়ে উঁচু জায়গা। এখান থেকে শত্রুদের আক্রমণ সম্পর্কে পূর্বাভাস পাওয়া সম্ভব।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, সিরিয়ার কোনো বাহিনী যদি ইসরায়েলের নিরাপত্তাকে বিঘ্নিত না করে, তবে তারা সিরিয়ার কোনো অভ্যন্তরীণ ঘটনায় জড়িত হবে না।

সিরিয়ায় বিদ্রোহীদের অভিযানে মুখে গত রবিবার বাশার আল আসাদ সরকারের পতনের পর পরই দামেস্কের একটি রাসায়নিক অস্ত্র কারখানায় হামলা চালায় আইডিএফ, যাতে বিদ্রোহীরা এই অস্ত্র কারখানা দখলে নিতে না পারে।

আইডিএফ জানিয়েছে, ইসরায়েলের নিরাপত্তা যাতে কোনোভাবেই হুমকির মুখে না পড়ে, সে ব্যাপারে সতর্ক রয়েছে ইসরায়েল এবং এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।

এদিকে, গতকাল সোমবার জাতিসংঘ ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর গোলান মালভূমির বাফার জোনের নিয়ন্ত্রণ নেওয়ার পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

ইসরায়েলের প্রধামন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, গোলান মালভূমিতে ইসরায়েল অধিকৃত এলাকা থেকে বাফার জোনে এবং আশপাশের কমান্ডিং অবস্থানগুলোতে ঢোকার জন্য তিনি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) নির্দেশ দিয়েছেন। 

আইডিএফ দাবি করেছে, সশস্ত্র গোষ্ঠীগুলোর সম্ভাব্য অনুপ্রবেশ সম্পর্কে সামরিক উদ্বেগের প্রতিক্রিয়া হিসাবে সিরিয়া এবং অধিকৃত গোলান মালভূমিকে পৃথককারী বাফার জোনে অতিরিক্ত সেনা ‘সাময়িকভাবে’ মোতায়েন করা হয়েছে। আইডিএফ সিরিয়ায় তাদের সামরিক এসব পদক্ষেপকে ‘সীমিত এবং অস্থায়ী’ বলে অভিহিত করেছে।