খেলাধুলা

ইংলিশ ক্রিকেটার স্যাম ও টম কারানের ভাই ডাক পেলেন জিম্বাবুয়ে দলে

ইংলিশ ক্রিকেটে পরিচিত মুখ স্যাম কারান ও টম কারান। স্যাম ইংল্যান্ডের হয়ে ২৪টি টেস্ট, ৩৫টি ওয়ানডে ও ৫৮টি টি-টোয়েন্টি খেলেছেন। অন্যদিকে টম ইংল্যান্ডের জার্সি গায়ে ২টি টেস্ট, ২৮টি ওয়ানডে ও ৩০টি টি-টোয়েন্টি খেলেছেন। 

তাদের আরেক ভাই বেন কারানও ইংল্যান্ডে প্রথম শ্রেণি, টি লিস্ট ‘এ’ ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ভাইদের পদাঙ্কা অনুসরণ করে তিনিও ইংল্যান্ড দলে জায়গা পাবেন সেটাই ছিল অনুমেয়। কিন্তু স্যাম সোমবার (০৯ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান তাদের ভাই বেন জিম্বাবুয়ে দলে ডাক পেয়েছেন। মূলত সেখানে ঘরোয়া ক্রিকেট খেলে ভালো করেই তিনি ডাক পেয়েছেন দলে।

মূলত টম, বেন ও স্যামের বাবা কেভিন কারান জিম্বাবুয়ের হয়ে খেলেছিলেন। তার পদাঙ্ক অনুসরণ করেই বেন জায়গা করে নিয়েছেন জিম্বাবুয়ে দলে। আসন্ন আফগানিস্তান সিরিজে জিম্বাবুয়ে দলে তার অভিষেকও হয়ে যেতে পারে।

বেনকে অবশ্য অভিনন্দন জানিয়েছেন তার দুই ভাই স্যাম ও টম। স্যাম লিখেছেন, ‘‘কি দারুণ বিশেষ খবর! তোমার জন্য এর চেয়ে বেশি খুশির কি হতে পারে। আজ কেউ একজন (তাদের প্রয়াত বাবা) মুখে চওড়া হাসি দিয়ে তোমার এই অর্জন দেখবে।’’

টম লিখেছে, ‘‘আগেই অনুমেয় ছিল। খুবই গর্বিত।’’

তাদের বাবা কেভিন ছিলেন পেস বোলিং অলরাউন্ডার। যিনি জিম্বাবুয়ের হয়ে ১১ ওয়ানডেতে উইকেট নিয়েছিলেন ৯টি এবং রান করেছিলেন ২৮৭টি। যিনি ২০১২ সালে মারা মৃত্যুবরণ করেন।