নড়াইলের কালিয়া উপজেলায় সাংবাদিককে লাঞ্চিত করার ঘটনায় কালিয়া থানায় মামলা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মামলাটি করেন সাংবাদিক এস এম হাফিজুল করিম নীলু। তিনি মোহনা টেলিভিশন ও অনলাইন নিউজপোর্টাল জাগোনিউজের নড়াইল প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছে। তিনি নড়াইল সদর উপজেলায় বসবাস করেন।
মামলার আসামি দুইজন হলেন, কালিয়া পৌর যুবদলের সদস্য সচিব পল্টু ও তার ভাই খসরুল ইসলাম। এছাড়া ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা বিভিন্ন সময়ে কালিয়া থানার বেন্দা এলাকার ফেরিঘাটের পাশে সরকারি জায়গায় অবৈধভাবে বালি রেখে বালু ব্যবসা করে আসছিল। এ নিয়ে হাফিজুল করিম নীলুসহ অন্যান্য সাংবাদিকরা গত ২৪ নভেম্বর বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করেন। এর জেরে গত ৪ ডিসেম্বর বিকেলে কেন্দ্রীয় যুবদলের নেতাকর্মীদের গণসংযোগ কর্মসূচির সংবাদ সংগ্রহ করে ফেরার পথে কালিয়া থানার বেন্দা ফেরিঘাট এলাকায় আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে হাফিজুল করিমকে মারধর করে ও নগদ টাকা মোটরসাইকেল ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় যায়।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে বলেন, সাংবাদিক হাফিজুল করিম নীলুর মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।