জাতীয়

এফবিএইচআরও’র ৬ষ্ঠ জাতীয় এইচআর কনভেনশন অনুষ্ঠিত

দেশের মানবসম্পদ সংগঠনের ফেডারেশনের (এফবিএইচআরও) ৬ষ্ঠ জাতীয় এইচআর কনভেনশন সফলভাবে সম্পন্ন হয়েছে। 

গত ৬ ডিসেম্বর রাজধানীর সাউথইস্ট ক্যাম্পাসে কনভেশন অনুষ্ঠিত হয়েছে। কনভেনশনে গ্রীন এইচআর প্রফেশনালস বাংলাদেশের প্রায় ১০০ জন প্রতিনিধিসহ দেশের বিভিন্ন খাতের মানবসম্পদ পেশাজীবী, শিক্ষাবিদ, ব্যবসায়িক নেতা, সরকারি কর্মকর্তা এবং শিক্ষার্থীসহ তিনশ’র অধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

কনভেনশনের মূল উদ্দেশ্য ছিল মানবসম্পদ উন্নয়ন এবং পেশাজীবীদের মধ্যে সহযোগিতা ও জ্ঞান বিনিময় বৃদ্ধি করা। এফবিএইচআরও এই কনভেনশনের মাধ্যমে মানবসম্পদ খাতে নতুন দৃষ্টিভঙ্গি ও উদ্ভাবনী ধারণা তুলে ধরার পাশাপাশি ভবিষ্যতের জন্য কার্যকর কৌশল প্রণয়নের চেষ্টা করে।

ইভেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান। ‘গেস্ট অব অনার’ হিসেবে অংশ নেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব অধ্যাপক মোখলেস উর রহমান। কি-নোট বক্তা ছিলেন এফবিএইচআরও-এর সভাপতি ড. মো. মুশাররফ হোসেন, কনভেনশনের চেয়ার ছিলেন ড. ফরিদ এ সোবাহানি এবং সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন গ্রিন এইচআর-এর সভাপতি মো. রওশন আলী বুলবুল।

কনভেনশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল পরিবারের চেয়ারম্যান ড. মো. সাবুর খান এবং সাউথইস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইউসুফ এম. ইসলাম। এছাড়াও কনভেনশনে দেশের প্রখ্যাত শিল্পপতি, মানবসম্পদ পেশাজীবী, শিক্ষক এবং শিক্ষার্থীরা অংশ নেন। 

কনভেনশনে উপস্থিত থেকে ওয়ালটন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান বলেন, ‘‘মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ও নিজস্ব সংস্কৃতিকে আঁকড়ে ধরে মানবসম্পদ উন্নয়নের কোনো বিকল্প নেই। কর্মক্ষেত্রে দক্ষতা অর্জনের মাধ্যমে আমাদের দেশকে এগিয়ে নিতে হবে। এ ধরনের কনভেনশন মানবসম্পদ পেশাজীবীদের মধ্যে দক্ষতা উন্নয়ন ও পেশাদারিত্ব বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’’

ই ক্যাবের প্রতিনিধি এবং খোলাবাজারের ব্যবস্থাপনা পরিচালক ফারুক বলেন ‘‘এ ধরনের কনভেনশনের মাধ্যমে মালিক এবং মানবসম্পদ সম্পর্ক আরও গভীর করবে। এ কনভেনশন দেশের মানবসম্পদ উন্নয়ন, নেটওয়ার্কিং এবং জ্ঞান বিনিময়ের জন্য একটি অনন্য প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে। এতে জাতীয় উন্নয়নের জন্য মানবসম্পদ খাতকে আরও গতিশীল ও কার্যকর করার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।’’

কনভেনশনে ব্যবস্থাপকের দায়িত্ব পালন করেন গ্রিন এইচআর-এর আসিফ।