সনাতলী জাগরণ জোটের প্রধান চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার ও এখানকার সংখ্যালঘুদের উপরে হামলার প্রতিবাদে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস চত্বরে বিক্ষোভ করেছে ‘দিল্লির নাগরিক সমাজ’ ও ‘আরএসএস’সহ একাধিক সংগঠন।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভারতের চাণক্যপুরী এলাকায় তারা এই প্রতিবাদ কর্মসূচি পালন করে।
বিক্ষোভ কর্মসূচিতে ফেস্টুন, প্ল্যাকার্ড হাতে নিয়ে সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি তোলেন অংশগ্রহণকারীরা। একই সঙ্গে জাতিসংঘের মানবাধিকার কমিশনের হস্তক্ষেপও দাবি করেন তারা।
বিরেন্দর সিং নামে একজন আন্দোলনকারী বলেন, ‘‘বাংলাদেশে কি ঘটছে তা আমরা দেখছি। বাংলাদেশকে সতর্ক করতে চাই অবিলম্বে এই মানবাধিকার লঙ্ঘন বন্ধ করা হোক।'’
এদিকে, বাংলাদেশ দূতাবাস চত্বরে নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী।