খেলাধুলা

উন্মোচন হলো জার্সি, কাল পর্দা উঠবে জাতীয় লিগ টি-টোয়েন্টির

শুধুমাত্র স্থানীয় ক্রিকেটারদের নিয়ে আগামীকাল বুধবার (১১ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে জাতীয় লিগ টি-টোয়েন্টির আসর। বড় দৈর্ঘ্যর প্রতিযোগিতার পর এবার টি-টোয়েন্টি আসর শুরু হচ্ছে।

সাত বিভাগীয় দল এবং ঢাকা মেট্রো দল নিয়ে এবারের আসর মাঠে গড়াবে। মঙ্গলবার বিকেলে জমকালো আয়োজনে অংশগ্রহণকারী আট দলের জার্সি উন্মোচন করা হয় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

টুর্নামেন্টের প্লাটিনাম স্পন্সর আল আরাফাহ ইসলামী ব্যাংক, পাওয়ার স্পন্সর ওয়ালটন গ্রুপ এবং সিলভার পার্টনার রিমার্ক-হারল্যান।

প্রতিযোগিতার সব ম্যাচ হবে সিলেটে। সব মিলিয়ে ম্যাচ হবে ৩২টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড ১ ও গ্রাউন্ড ২ এ ম্যাচগুলো আয়োজন করা হবে। প্রতিযোগিতার ১৮টি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। বাকি ১৪টি ম্যাচ দেখা যাবে টি স্পোর্টসের ইউটিউব পেজ ও অ্যাপে।

এর আগে একাধিকবার স্থানীয় ক্রিকেটারদের নিয়ে আয়োজন হয়েছে টি-টোয়েন্টি প্রতিযোগিতা। কিন্তু ক্রিকেটের বর্ষপঞ্জিতে রাখা হয়নি এই ফরম্যাট। এবারের আসর মাঠে গড়ানোর আগে আয়োজকরা প্রতিশ্রুতি দিয়েছেন, প্রতি বছরই হবে এই প্রতিযোগিতা।

জাতীয় লিগ নামকরণে ২০১০ সালে টি-টোয়েন্টি প্রতিযোগিতা হয়েছিল। প্রথম আসরে কিংস অব খুলনাকে হারিয়ে ট্রফি ঘরে তুলেছিল রাজশাহী রেঞ্জার্স। সেবার ছয় দল অংশ নিয়েছিল। বিদেশি ক্রিকেটার খেলেছিল দুজন। এবার কোনো বিদেশি ক্রিকেটারের অংশগ্রহণ করার সুযোগ নেই।

আট দল প্রত্যেকে সিঙ্গেল লিগ পদ্ধতিতে একে অপরের মুখোমুখি হবে। ম্যাচগুলো হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের দুই মাঠে। শেষ চারটি ম্যাচ শুরুতে মিরপুরে হওয়ার কথা ছিল। কিন্তু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান থাকায় তা সিলেটেই স্থানান্তর হয়। ফলে দুটি কোয়ালিফায়ার, একটি এলিমিনেটর ও ফাইনাল ম্যাচটাও হবে সিলেটে।

আগামীকাল গ্রাউন্ড-১ এ সকাল ৯টা ৩০ মিনিটে মুখোমুখি হবে ঢাকা বিভাগ ও সিলেট বিভাগ। এর আগে গ্রাউন্ড-২ এ সকাল ৯টায় লড়বে ঢাকা মেট্রো ও বরিশাল বিভাগ। দুপুর ১টা ৩০ মিনিটে ১ নম্বর মাঠে খেলবে রংপুর বিভাগ ও চট্টগ্রাম বিভাগ এবং দুপুর ১টায় ২ নম্বর মাঠে নামবে খুলনা বিভাগ ও রাজশাহী বিভাগ।

টুর্নামেন্টের প্রাইজমানিও স্ট্যান্ডার্ড রাখা হয়েছে। চ্যাম্পিয়ন দল পাবে ২০ লাখ টাকা। রানার্সআপ দল পাবে ১০ লাখ টাকা। এছাড়া প্লেয়ার অব দ্য ম্যাচ ২০ হাজার টাকা এবং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট পাবেন ২ লাখ টাকা।