সারা বাংলা

ক্রেতা সেজে ২ সার ডিলারকে জরিমানা করলেন ইউএনও

বেশি দামে সার বিক্রি করার অপরাধে রাজশাহীর পবা উপজেলার দুই ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহরাব হোসেন। 

সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় ক্রেতা সেজে দোকানে গিয়ে বেশি দরে সার বিক্রির প্রমাণ পেয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের জরিমানা করেন তিনি।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় অন্যদের মধ্যে উপজেলা কৃষি অফিসার ফারজানা তাসনিম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা তন্ময় কুমার সরকার ও উপ-প্রশাসনিক কর্মকর্তা সেলিম রেজা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মজুতের বেশি সার সংরক্ষণ ও ভাউচারের প্রদত্ত তথ্যের সঙ্গে ক্রেতার বক্তব্যের মিল না থাকায় উপজেলার বায়া বাজারের মেসার্স নাহার এন্টারপ্রাইজ ও মেসার্স জার্মান আলী ট্রেডার্সকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং ইউএনও সোহরাব হোসেন বলেন, কৃষকদের ন্যায্য মূল্যে সার ক্রয়ের সুবিধার্থে বাজারে কঠোর নজর রাখা হচ্ছে। বেশি দামে সার বিক্রির তথ্য পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ক্রেতা সেজে এসে বেশি দরে সার বিক্রি করতে দেখে পবার দুই ডিলারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।