আচরণবিধি লঙ্ঘনের জন্য ওয়েস্ট ইন্ডিজের পেসার আলজারি যোসেফকে জরিমানা করেছে আইসিসি। সেন্ট কিটস অ্যান্ড নেভিসে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে শুরুর আগে আচরণবিধির লেভেল-১ লঙ্ঘণ করায় আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর, ২০২৪) তাকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাকে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে।
অনুচ্ছেদ ২.২ অনুযায়ী অপমানজনক ভাষা ব্যবহার করলে আচরণবিধি লঙ্ঘণ হয়। অবশ্য ঘটনাটি ঘটেছিল ম্যাচ শুরুর আগে। তখন যোসেফ বোলিং অনুশীলন করছিলেন। চতুর্থ আম্পায়ার তাকে পিচ না মাড়াতে বলেন। সে সময় যোসেফ আম্পায়ারকে উদ্দেশ্য করে অপমানজনক ভাষা ব্যবহার করেন।
সে কারণেই তাকে জরিমানা ও ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। যে ডিমেরিট পয়েন্টটি আগামী ২৪ মাস স্থায়ী হবে। এই সময়ের মধ্যে তিনি আরও ৩টি ডিমেরিট পয়েন্ট পেলে নিষিদ্ধ হবেন।
যোসেফ অবশ্য তাকে করা জরিমানা ও ডিমেরিট পয়েন্ট দেওয়ার বিষয়টি মেনে নিয়েছেন। সে কারণে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।