আন্তর্জাতিক

পুত্রবধূকে গ্রিসের রাষ্ট্রদূত মনোনীত করলেন ট্রাম্প

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিসের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে কিম্বারলি গিলফয়েলকে মনোনীত করেছেন। তিনি ফক্স নিউজের সাবেক উপস্থাপক ও বর্তমানে রাজনৈতিক তহবিল সংগ্রাহক।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে ট্রাম্প বলেন, “অনেক বছর ধরে গিলফয়েল একজন ঘনিষ্ঠ বন্ধু ও মিত্র। প্রতিরক্ষা সহযোগিতা থেকে শুরু করে বাণিজ্য ও অর্থনৈতিক উদ্ভাবনের মতো নানা বিষয়ে গ্রিসের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার জন্য তিনি পুরোপুরি উপযুক্ত।”

বুধবার (১১ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবামাধ্যম এবিসি নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, কিম্বারলি গিলফয়েলের আরো একটি পরিচয় রয়েছে। তিনি ট্রাম্পের বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের স্ত্রী। ট্রাম্প এমন সময়ে তাকে বেছে নিলেন যখন গিলফয়েলের সঙ্গে তার স্বামী জুনিয়র ট্রাম্পের ছাড়াছাড়ির গুঞ্জন চাউর হয়েছে। 

গুইলফয়েল ২০২০ সালের ৩১ ডিসেম্বরে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বর্তমান তাদের ডিভোর্সের গুঞ্জন শোনা যাচ্ছ। ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইলের খবর বলছে, ট্রাম্প জুনিয়র ‘আইট গার্ল’ বেট্টিনা অ্যান্ডারসনের সঙ্গে ডেটিং করছেন।

তবে এখন পর্যন্ত ট্রাম্পের অফিস বা গিলফয়েলের পক্ষ থেকে সম্পর্ক ভেঙে যাওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

গত মাসে ট্রাম্প তার জামাতা জ্যারেড কুশনারের বাবা চার্লস কুশনারকে ফ্রান্সের রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। পাশাপাশি তিনি তার কনিষ্ঠ কন্যা টিফানি ট্রাম্পের শ্বশুর মাসাদ বুলোসকে আরব ও মধ্যপ্রাচ্য বিষয়ক সিনিয়র উপদেষ্টা হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছিলেন।  

সে হিসেবে গিলফয়েলের হলেন ট্রাম্প পরিবারের তৃতীয় আত্মীয় যাকে দ্বিতীয় ট্রাম্প প্রশাসনে গুরুত্বপূর্ণ ভূমিকার প্রস্তাব দেওয়া হলো।