সারা বাংলা

লংমার্চের যাত্রাপথে ভৈরবে বিএনপির ৩ সংগঠনের পথসভা

ভারতের আগরতলা অভিমুখী লংমার্চের যাত্রাপথে কিশোরগঞ্জের ভৈরবে পথসভা করেছে বিএনপির তিন সহযোগী সংগঠন। 

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরের দিকে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের দিকে যাওয়ার সময় ভৈরব মোড়ে যুবদলের সভাপতি মোনায়েম মুন্নার সভাপতিত্বে এ পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।

ভৈরবের পথসভায় সংগঠনগুলোর নেতারা বলেন, ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে এই লংমার্চ কর্মসূচি করা হচ্ছে। এতে বিএনপির তিন অঙ্গ সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাতীয়তাবাদী যুবদল ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অংশ নিয়েছে।

এর আগে, আজ সকাল ৯টার দিকে রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লংমার্চ শুরু হয়। লংমার্চ শুরুর আগে নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

ভৈরবে লংমার্চের গাড়িবহর প্রবেশের সময় সড়কের দুই পাশে বিএনপি ও তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সরব উপস্থিতি দেখা যায়।  এসময় তারা বিভিন্ন স্লোগান দেন। 

প্রসঙ্গত, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল এই লংমার্চের আয়োজন করেছে।