বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বিএনপির এক কর্মীকে গুলি করে হত্যাচেষ্টার মামলায় মুন্সীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল মান্নান দর্পনকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাত আড়াইটার দিকে শহরের খালইষ্ট কলেজ পাড়া এলাকার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আব্দুল মান্নান দর্পন মুন্সীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) সজিব দে বলেন, “সাবেক পৌর কাউন্সিলর আব্দুল মান্নান দর্পন নিজ বাড়িতে অবস্থান করছেন এমন খবর পেয়ে গতকাল মধ্যরাতে অভিযান চালানো হয়। সেখান থেকে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই।”
প্রসঙ্গত, গত ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরের সুপারমার্কেট এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনকারী ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় বিএনপি কর্মী মোহাম্মদ মঞ্জিল (৫৩) গুলিবিদ্ধ হন। তার বাড়ি শহরের উত্তর ইসলামপুর এলাকায়। এ ঘটনায় গত ১ নভেম্বর মঞ্জিল বাদী হয়ে মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মো. ফয়সাল বিপ্লবকে প্রধান আসামি করে ১৪২ জনের নাম উল্লেখ করে এবং নাম না জানা আরো ১০০-১৫০ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন।