ক্যাম্পাস

রুয়েটকে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি নেওয়ার অনুরোধ শিক্ষা মন্ত্রণালয়ের

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) প্রশাসনকে প্রকৌশল গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের অনুরোধ জানিয়েছে অন্তর্বর্তী সরকারের শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত প্রকৌশল গুচ্ছভুক্ত রুয়েট উপাচার্য বরাবর পাঠানো এক চিঠিতে এ অনুরোধ করা হয়। বুধবার (১১ ডিসেম্বর) চিঠি হাতে পাওয়ার পর বিষয়টি নিশ্চিত করেছেন রুয়েট রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আরিফ আহম্মদ চৌধুরী।

এর আগে, প্রকৌশল গুচ্ছ থেকে বেরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে।

একইভাবে রুয়েটও এককভাবে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করে। এরই পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণের অনুরোধ জানানো হয় বলে জানা গেছে।

চিঠিতে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, “বর্তমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়গুলোর এককভাবে ভর্তি পরীক্ষার গৃহীত সিদ্ধান্ত শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করবে। সার্বিক বিবেচনায় শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা গত ১ ডিসেম্বর ২০২৩-২৪ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণ করতে চিঠি দিয়েছেন।”

চিঠিতে আরো বলা হয়েছে, “সার্বিক পরিস্থিতি বিবেচনায় ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত সব সরকারি বিশ্ববিদ্যালয়কে গুচ্ছ পরীক্ষা পদ্ধতিতে ভর্তির ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।” এ বিষয়টি অতিব জরুরি বলেও উল্লেখ করা হয় চিঠিতে।

চিঠির বিষয়ে জানতে চাইলে রুয়েট রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আরিফ আহম্মদ চৌধুরী বলেন, “গতকাল (মঙ্গলবার) শিক্ষা মন্ত্রণালয় থেকে এ চিঠি পাঠানো হয়েছে। আজ (বুধবার) আমরা চিঠিটি হাতে পেয়েছি। এ বিষয়ে আমরা রুয়েট ভর্তি কমিটির সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।