বাংলাদেশের মানুষের বন্ধুত্ব চাইলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন রাজশাহী জেলা কৃষকদলের আহ্বায়ক শফিকুল আলম সমাপ্ত।
তিনি বলেন, “আপনারা আমাদের প্রতিবেশী দেশ। আপনারা যদি আমাদের বন্ধুত্ব পেতে চান, তাহলে শত্রুকে আশ্রয় না দিয়ে বাংলাদেশে ফেরত পাঠান। বাংলাদেশের মানুষ অধীর অপেক্ষা করছে স্বৈরাচারের বিচার করবে। তাকে প্রশ্ন করা হবে, দুই হাজার ছাত্রকে তিনি কেন হত্যা করলেন।”
কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন। বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে রাজশাহী নগরের সাহেববাজার জিরোপয়েন্টে এই পথসভা অনুষ্ঠিত হয়।
শফিকুল আলম সমাপ্ত বলেন, “বাংলাদেশের মানুষের মনে আঘাত দিয়ে স্বৈরাচার পালিয়ে গেছে পার্শ্ববর্তী ভারতে। তাকে আশ্রয় দিয়ে বাংলাদেশের ১৮ কোটি মানুষকে আঘাত দিয়েছে ভারত। যখন ভারত বাংলাদেশের বিরুদ্ধে কথা বলবে, তখন বুঝতে হবে বাংলাদেশ সঠিক পথে পরিচালিত হচ্ছে।”
তিনি আরো বলেন, “ভারত থেকে প্রচার করা হচ্ছে- হিন্দু ভাইদের নাকি হামলা করা হচ্ছে। তবে বিশ্ব দেখেছে, মন্দির পাহারা দিয়েছে মুসলমানরা। আমরা হিন্দু-মুসলমান ভাই-ভাই। আমরা সবাই মিলেমিশে একসঙ্গে থাকতে চাই।”
এর আগে নগরের বাটার মোড় থেকে জেলা কৃষকদলের উদ্যোগে শোভযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সোনাদিঘী, সাহেববাজার, জিরোপয়েন্ট, কুমাপাড়া হয়ে আবার জিরোপয়েন্টে গিয়ে শেষ হয়। এরপর সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। কৃষক দলের রাজশাহী জেলার সবগুলো উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশগ্রহণ করেন।