সারা বাংলা

টমটমের সাথে সংঘর্ষ, সিএনজি চালকের মৃত্যু 

গাজীপুরের শ্রীপুরে টমটমের সাথে সিএনজির মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত হয়েছেন। 

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার ভিটিপাড়া বাজার এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত সিএনজি অটোরিকশা চালক ফালু মিয়া (৪৫) উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামের আব্দুল জব্বার মিয়ার ছেলে।

প্রহলাদপুর ইউনিয়নের ৭নং ইউপি সদস্য মো. আব্দুল কাদির বলেন, “বুধবার দুপুরে উপজেলার রাজন্দ্রেপুর এলাকায় থেকে যাত্রী নিয়ে প্রহলাদপুরের দিকে যাচ্ছিলেন সিএনজি চালক ফালু মিয়া। এ সময় সিএনজি অটোরিকশাটি ভিটিপাড়া বাজার অতিক্রম করে কিছুদুর যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা একটি টমটমের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফালু মিয়া ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।”

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ বিষয়ে থানায় কেউ কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।