বরাবরই রাখঢাক ছাড়া কথা বলে থাকেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী শ্রীলেখা মিত্র। শীত মৌসুম শুরু হওয়ায় দ্বিধাহীনভাবে নিজের মনের কথা ব্যক্ত করলেন ‘কাঁটাতার’খ্যাত এই অভিনেত্রী। মজারছলে, প্রেমিক না থাকার আফসোসের কথা জানিয়েছেন এই অভিনেত্রী।
শ্রীলেখা মিত্র তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তাতে তিনি লেখেন, “শীত চলে আসছে, আর আমার একটা প্রেমিক নাই; কতগুলো বছর হয়ে গেল। বলি, এই বেঞ্চমার্ক এত উঁচু কেন আমার? শীতের ভালো ভালো জামাকাপড় পরে বেরুতেই পারছি না।”
শ্রীলেখা তার এই পোস্ট মূলত শীতের জামার জন্য দিয়েছেন। এ পোস্টে অনেকে মন্তব্য করেছেন। সেসবের উত্তরে শ্রীলেখা যা বলছেন, তাতে তাই প্রতীয়মান হয়েছে। যেমন শ্রীলেখা লিখেছেন, “জ্যাকেট, টুপি, স্কার্টগুলো কাঁদছে। আর আমি ওদের দুঃখে।”
ব্যক্তিগত জীবনে শ্রীলেখা ভালোবেসে বিয়ে করেছিলেন শিলাদিত্যকে। এ সংসারে তাদের একটি কন্যা সন্তান রয়েছে। দীর্ঘ দিন সংসার করার পর মানসিক দ্বন্দ্বের কারণে মেয়েকে নিয়ে আলাদা হয়ে যান শ্রীলেখা। সিঙ্গেল মাদার হিসেবে মেয়েকে বড় করেছেন। আর দ্বিতীয়বার বিয়ে করেননি শ্রীলেখা।