রাজধানীর কোতোয়ালী থানাধীন এলাকায় ‘ঘি-মাখন’ ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে যুবদলের দুই সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে নুরুল হক বাদী হয়ে মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে কোতোয়ালী থানাকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।
মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন- কোতোয়ালী থানাধীন এলাকার ৩৭ নং ওয়ার্ডের যুবদলের সদস্য মো. মামুন ও মো. জামাল।
মামলার অভিযোগে বলা হয়, বাদী দীর্ঘ ধরে রাজধানীর কোতোয়ালী থানাধীন রমাকান্ত নন্দী ঘি পট্টি লেন এলাকায় ‘ঘি-মাখনের’ খুচরা ও পাইকারি ব্যবসা করেন।
গত ৮ ডিসেম্বর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে রাজনৈতিক নেতা পরিচয় দিয়ে স্থানীয় প্রভাব খাটিয়ে বাদীকে আসামিরা বলে, এত বছর চাঁদা ছাড়া ‘ঘি’-এর ব্যবসা করে আসছিস। ৫ লাখ টাকা চাঁদা না দিলে ব্যবসা বন্ধ করে দেব।
চাঁদা চাওয়ার সময় আসামিরা অস্ত্র ঠেকিয়ে তাকে চড়থাপ্পড় মারে। পরবর্তীতে বাদী প্রাণের ভয় এবং ব্যবসা বাণিজ্যের জন্য পার্শ্ববর্তী মুদি দোকানদারে কাছে ৫ হাজার টাকা ধার নিয়ে ১০ হাজার টাকা তাৎক্ষণিক আসামিদের চাঁদা দেয়।
অভিযোগে আরো বলা হয়, আসামিরা বাদীকে আরো ৪ লাখ ৯০ হাজার টাকা ২৪ ঘণ্টার মধ্যে তাদের দেওয়া ঠিকানামতে পৌঁছে দিতে বলে। না হলে ‘ঘি’ এর ব্যবসা বন্ধসহ বিভিন্ন ধরনের ভয়-ভীতি দেখায়। বাদী ওইদিন কোতোয়ালী থানায় গেলে কর্তৃপক্ষ মামলাটি না নিয়ে বাদীকে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আপস মীমাংসা করার পরামর্শ দেন। থানার পরামর্শে বাদী স্থানীয় ব্যক্তিদের সাথে চাঁদা দাবির বিষয়টি আলোচনা করে কোনো সুষ্ঠু সমাধান না আসায় সংশ্লিষ্ট আদালতে মামলাটি দায়ের করেন।