চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) চারুকলা ইনস্টিটিউটকে শহর থেকে মূল ক্যাম্পাসে আনার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী বছর এপ্রিলের শুরুতেই এ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মূল ক্যাম্পাসে ফিরে আসতে পারবেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের এ সিদ্ধান্ত জানান চবি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান।
এর আগে, দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে আনার দাবিতে মানববন্ধন শুরু করেন ইনস্টিটিউটটির শিক্ষার্থীরা।
জানা গেছে, চারুকলা ইনস্টিটিউট মূল ক্যাম্পাস থেকে ২২ কিলোমিটার দূরে চট্টগ্রাম শহরে অবস্থিত। দীর্ঘদিন ধরে এ ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে স্থানান্তরের জন্য আন্দোলন করে আসছিলেন শিক্ষার্থীরা। বিগত প্রশাসন এ বিষয়ে কোন পদক্ষেপ না নিলেও বর্তমান প্রশাসন চারুকলা ইনস্টিটিউটকে মূল ক্যাম্পাসে আনার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন শিক্ষার্থীবান্ধব হিসেবে সব কার্যক্রম পরিচালনা করছে। শিক্ষার্থীদের যাতে কোন আন্দোলনে যেতে না হয়, সে জন্য সব ধরনের প্রচেষ্টা আমরা অব্যাহত রেখেছি। ইতোমধ্যে ২ হাজার ৩০০ একরের এ বিশাল ক্যাম্পাসে আমরা চারুকলা ইনস্টিটিউটকে আনার জন্য সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি আরো বলেন, “আগামী বৃহস্পতিবার (১৯ মার্চ) চারুকলা ইনস্টিটিউটের অ্যাকাডেমিক কমিটির সভায় আমি থাকবো। আগামী ৩১ মার্চের মধ্যে নতুন কলা অনুষদে অন্যান্য বিভাগকে স্থানান্তরিত করে চারুকলা ইনস্টিটিউটকে প্রতিস্থাপন করবো। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে চারুকলার শিক্ষার্থীরা মূল ক্যাম্পাসে ফিরে আসতে পারবে।”