দীর্ঘ ৭ বছর ডুবে ডুবে জল খেয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও অভিনেতা জহির ইকবাল। গত ২৩ জুন দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই প্রেমিক যুগল।
সোনাক্ষী-জহিরের বিবাহিত জীবনের বয়স ৫ মাস ১৯ দিন। এখনো ৬ মাস পূর্ণ হয়নি। এরই মাঝে গুঞ্জন চাউর হয়েছে, মা হতে যাচ্ছেন সোনাক্ষী। মূলত, ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ছবিকে কেন্দ্র করে সোনাক্ষীর অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন চাউর হয়। এরপর সোনাক্ষীকে একটি ক্লিনিকের বাইরে দেখা যায়; তারপর এই গুঞ্জন আরো জোরালো হয়। অবশেষে বাবা-মা হতে যাওয়ার গুঞ্জন নিয়ে নীরবতা ভাঙলেন এই তারকা দম্পতি।
এ ছবিকে কেন্দ্র করে সোনাক্ষীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর চাউর হয়
কয়েক দিন আগে দ্য কার্লি টলস-কে সাক্ষাৎকার দিয়েছেন সোনাক্ষী-জহির। এ আলাপচারিতায় সোনাক্ষীর মা হতে যাওয়ার প্রসঙ্গ তুলেন সঞ্চালক। তারপর হাসতে হাসতে সোনাক্ষী সিনহা বলেন, “পরিষ্কারভাবে বলতে চাই, আমি অন্তঃসত্ত্বা নই। আমি মোটা হয়েছি। সেদিন একজন জহিরকে অভিনন্দন জানিয়েছে। আমরা কি আমাদের বিবাহিত জীবনকে উপভোগ করব না?”
সোনাক্ষীর এ বক্তব্যের পরই জহির ইকবাল বলেন, “আগামীকাল থেকেই সোনাক্ষী ডায়েট শুরু করবে।” এরপর সোনাক্ষী সিনহা বলেন, “মাত্র ৪ মাস কেটেছে। সত্যিকার অর্থে আমরা ঘোরাঘুরি নিয়ে খুবই ব্যস্ত। আমরা নিজেদের উপভোগ করছি। আর মানুষের লাঞ্চ-ডিনার তো শেষই হচ্ছে না।”
৩৭ বছরের সোনাক্ষী হিন্দু ধর্মের অনুসারী আর ৩৫ বছর বয়সি জহির ইকবাল মুসলিম। দু’জন দুই ধর্মের অনুসারী হওয়ায় বিষয়টি নিয়ে বিয়ের আগেই চর্চা শুরু হয় নেট দুনিয়ায়। তারপর খবর চাউর হয়, ইসলাম ধর্ম গ্রহণ করবেন সোনাক্ষী সিনহা। কিন্তু এসব খবর সত্যি নয়। বরং তারা ভারতের স্পেশাল ম্যারেজ অ্যাক্ট ১৯৫৪ অনুযায়ী বিয়ে রেজিস্ট্রি করেন।
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া