ক্যাম্পাস

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন ফেব্রুয়ারিতে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত হবে দ্বিতীয় সমাবর্তন। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে দ্বিতীয় সমাবর্তন আয়োজনের লক্ষ্যে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলীর সভাপতিত্বে গঠিত কেন্দ্রীয় কমিটি ও উপ-কমিটির সমন্বয়ে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, “২০২৫ সালের জানুয়ারি বা ফেব্রুয়ারিতেই সমাবর্তনের চিন্তা করা হয়েছিল। যেহেতু মার্চ মাসে রমজানের রোজা শুরু। সমাবর্তন আয়োজনে বেশকিছু চ্যালেঞ্জ রয়েছে, সেগুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। ফেব্রুয়ারির মাঝমাঝিতেই সমাবর্তন হবে, ইনশাআল্লাহ।”

এর আগে, গত ২০২০ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল।