চিপ ডিজাইন প্রতিযোগিতায় ভিএলসিথন ২.০ এর আরটিএল ডোমেইনে চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) টিম ‘রুয়েট ডিজিটাল ডাইনামোস’।
এতে দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) টিম ‘আসকি’ এবং রুয়েটের আরেক টিম ‘রুয়েট থ্রি ইডিয়টস’।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেশের শীর্ষ স্থানীয় চিপ ডিজাইনিং প্রতিষ্ঠান উলকাসেমি এর উদ্যোগে আয়োজিত ভিএলসিথন ২.০ প্রযোগিতারর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এর আগে, গত জুলাইয়ে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৮০টির বেশি টিম নিয়ে প্রতিযোগিতার প্রিলিমিনারি পর্ব অনুষ্ঠিত হয়। সেখান থেকে ২০টি দল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ পায়। গত ২০ সেপ্টেম্বর প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে প্রতিযোগীরা আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দিনভর প্রতিযোগিতা করেন।
এতে প্রথম স্থান অর্জনকারী রুয়েট টিমকে ৭৫ হাজার টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারী বুয়েটের টিমকে ৫০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারী রুয়েটের অপর টিমকে ২৫ হাজার টাকার চেক দেওয়া হয়।
‘রুয়েট ডিজিটাল ডাইনামোস’ টিমের সদস্যরা হলেন- কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের সৈয়দ সিফাত ই রহমান, শাহরিয়ার রিজভী ও মো. জোবায়ের আবেদিন। রুয়েটের টিমগুলোর সার্বিক তত্ত্বাবধান ও মেন্টর হিসেবে ছিলেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক নাহিন উল সাদাত।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আশরাফুল হক, উলকাসেমির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এনায়েতুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, উলকাসেমি বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় চিপ ডিজাইন কোম্পানি, যা সেমিকন্ডাক্টর ডিজাইন এবং ভিএলএসআই প্রযুক্তিতে দক্ষতা প্রদর্শন করে। কোম্পানিটি উন্নত প্রযুক্তি ব্যবহার করে যুক্তরাষ্ট্রের অ্যাপল ও গুগলের মতো বিখ্যাত ২৫ প্রতিষ্ঠানকে চিপ ডিজাইনিংয়ে সহায়তা দিচ্ছে। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের কুপারটিনোতে (সিলিকন ভ্যালি)।