খেলাধুলা

পাকিস্তানের কোচের পদ থেকে সরে দাঁড়ালেন গিলেস্পি

পাকিস্তান ক্রিকেট দলের টেস্ট কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জ্যাসন গিলেস্পি। তিনি পদত্যাগ করায় আজ শুক্রবার (১৩ ডিসেম্বর, ২০২৪) আকিব জাভেদকে অন্তবর্তীকালিন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ভারপ্রাপ্ত কোচ হিসেবে আকিবের প্রথম অ্যাসাইনমেন্ট হবে দক্ষিণ আফ্রিকা সফর। যেখানে পাকিস্তান দুটি টেস্ট ম্যাচ খেলবে। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে ২৬ ডিসেম্বর শুরু হবে প্রথম টেস্ট। আর কেপ টাউনে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩ জানুয়ারি। কোচ হিসেবে আকিব জাভেদের কাজ হবে টেস্টে পাকিস্তান দলের ধারাবাহিকতা ফেরানো ও স্থিতিশীলতা আনা।

সম্প্রতি গিলেস্পির সহকারী টিম নেলসনের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ায়নি পিসিবি। যে সিদ্ধান্তে অসন্তুষ্ট হন সাবেক অজি গ্রেট। এরপর তিনি দক্ষিণ আফ্রিকা সফরে যেতে অনাগ্রহ দেখান। পিসিবিকে জানান ব্যক্তিগত কারণে তিনি এই সফরে যেতে পারবেন না। বৃহস্পতিবার গিলেস্পির দক্ষিণ আফ্রিকায় দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি সেখানে যাননি। সে কারণেই পিসিবির সঙ্গে তার মনোমালিন্য হয় এবং সেই থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।

পাকিস্তান দল বর্তমানে দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি সিরিজ খেলছে। আজ তারা দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে। এরপর খেলবে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ শেষে শুরু হবে টেস্ট সিরিজ।