সারা বাংলা

২৫ সালের মধ্যে নির্বাচন শেষ করা যেতে পারে: গোলাম পরওয়ার

বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “ফ্রি, ফেয়ার নির্বাচনের জন্য রাষ্ট্রযন্ত্রের কিছু অর্গান সংস্কার করা প্রয়োজন। পুলিশ, নির্বাচন কমিশন, জুডিশিয়ালসহ ৫-৭টি দপ্তরের সংস্কার করার পর যখন জাতি বুঝতে পারবে এখন নিরপেক্ষ নির্বাচন দেয়া প্রয়োজন, তখন নির্বাচন হতে পারে। সেই সময়টা বেশি লাগার কথা নয়। ডিসেম্বরের পর নির্বাচনি রোড ম্যাপ ঘোষণা করে ২৫ সালের মধ্যে নির্বাচন শেষ করা যেতে পারে।”

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল প্রেস ক্লাবে জামায়াতে ইসলামের সদস্য শিক্ষা শিবির অনুষ্ঠানে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বর্তমান সরকারের বিষয়ে গোলাম পরওয়ার বলেন, “অন্তর্বর্তী সরকারকে কোনো দল ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে না। যারা রাজনীতি চর্চা করেন তাদের মধ্যে একটি সরকারি দল, অপরটি হচ্ছে বিরোধী দল। সাইকেলের যেমন দুটি চাকা না থাকলে সাইকেল চলে না, ঠিক তেমনি সরকার ও বিরোধী দল না থাকলে রাষ্ট্র চলে না। সমালোচনা রাষ্ট্রের একটি সৌন্দার্য।”

তিনি আরো বলেন, “আমরাও সরকারকে বলি, আপনাদের প্রশাসনের অভ্যান্তরে থাকা ফ্যাসিবাদের দোসরদের বিদায় করুন। দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানাচ্ছি।”

জামায়াতের এই নেতা বলেন, “বিপ্লবের পরেই বর্তমান সরকারের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ এসেছে। যেমন- আনসার কাণ্ড, প্রশাসনে অস্থিরতা, হিন্দু ভাইদের নিয়ে রাজনীতি। শেখ হাসিনা দিল্লিতে বসে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন। এসব সরকার মোকাবিল করছে। সরকার যা করছে তাতে আমরা হ্যাপি।”

টাঙ্গাইল জেলা জামায়াতের আমির আহসান হাবিব মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ ইজ্জতুল্লাহ, জামালপুরের আমির মাওলানা আব্দুস সাত্তার, টাঙ্গাইল জেলার সেক্রেটারি হুমায়ুন কবির ও জেলা নায়েবে আমির খন্দকার আব্দুর রাজ্জাক প্রমুখ।