সারা বাংলা

খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা

বিলুপ্ত করার প্রায় তিন মাস পর খুলনা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে মনিরুজ্জামান মন্টুকে আহ্বায়ক ও অ্যাডভোকেট মোমরেজুল ইসলামকে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে। আবু হোসেন বাবুকে করা হয়েছে সদস্য সচিব।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তিন সদস্যের এ আহ্বায়ক কমিটির তথ্য জানানো হয়। এর আগে গত ১৯ সেপ্টেম্বর খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ভেঙে দেওয়া হয়। 

প্রসঙ্গত, ২০২১ সালের ৯ ডিসেম্বর আমীর এজাজ খানকে আহ্বায়ক, আবু হোসেন বাবুকে যুগ্ম-আহ্বায়ক এবং এস এম মনিরুল হাসান বাপ্পীকে সদস্য সচিব ঘোষণা করা হয় খুলনা জেলা বিএনপির। ২০২২ সালের ৫ মার্চ ৬৫ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়। এ কমিটিতে ১৪ জনকে যুগ্ম আহ্বায়ক ও ৪৮ জনকে সদস্য করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত মোতাবেক দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওই কমিটির অনুমোদন দিয়েছিলেন।