সারা বাংলা

পার্কে মিলল নিখোঁজ ৩ শিক্ষার্থী

চাঁপাইনবাবগঞ্জ থেকে তিন দিন আগে নিখোঁজ হওয়া তিন মাদরাসা শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে জেলার সদর উপজেলার বারঘরিয়া দৃষ্টিনন্দন পার্ক থেকে তাদের উদ্ধার করা হয়। 

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে এতথ্য জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূরুল কাদির সৈকত।

উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রামের মো. শাহলালের ছেলে মো.আবদুল্লাহ (১২), মো. আজিজুল ইসলামের ছেলে মো. শাহীন আলী (১৩) ও মো. কুড়হান আলীর ছেলে মো. আরাফাত (১২)। তারা সবাই পৌর এলাকার বিদিরপুর দারুল উলুম কওমি মাদরাসার শিক্ষার্থী।

পুলিশ জানায়, তিন শিক্ষার্থী গত রবিবার বাড়ি থেকে মাদরাসায় যায়। সেদিনই শাহীন আলী বাকি দুই শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে তার নানার বাড়ি সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের ডাইংপাড়া যায়। সেখানে রাতে থাকার পর গত সোমবার মাদরাসায় যাওয়ার কথা বলে নানার বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তাদের সন্ধান পাওয়া যাচ্ছিল না।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূরুল কাদির সৈকত বলেন, “পরিবার তাদের (শিক্ষার্থীদের) সন্ধান না পেলে থানায় দুটি জিডি করেন। এরপরই নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে তৎপরতা শুরু করে পুলিশ। সূত্রের খবর ধরে বারঘরিয়া দৃষ্টিনন্দন পার্ক থেকে তিন শিক্ষার্থীকে উদ্ধার করে পরিবারের জিম্মায় দেওয়া হয়।”