বিনোদন

বিয়ের ১২ বছর পর মা হলেন রাধিকা

বিয়ের ১২ বছর পর মা হলেন ভারতীয় সিনেমার আলোচিত অভিনেত্রী রাধিকা আপ্তে। শুক্রবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় নবজাতকের সঙ্গে তোলা ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে মা হওয়ার খবর জানান এই অভিনেত্রী। পাশাপাশি এ-ও জানান, কন্যা সন্তানের মা হয়েছেন রাধিকা।

এ ছবিতে দেখা যায়, বিছানায় বসে আছেন রাধিকা আপ্তে। তার কোলে কন্যা। তার সামনে রয়েছে একটি ল্যাপটপ। এ ছবির ক্যাপশনে রাধিকা লেখেন, “৭ দিন বয়সি সন্তান নিয়ে প্রথমবার কাজের মিটিংয়ে।”

এ ছবি পোস্ট করে মা হওয়ার ঘোষণা দিয়েছেন রাধিকা

কয়েক মাস আগে যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হয় বিএফএল লন্ডন ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৪। এতে প্রদর্শিত হয় রাধিকা অভিনীত ‘সিস্টার মিডনাইট’ সিনেমা। এ আসরে অন্তঃসত্ত্বা রাধিকা উপস্থিত হয়ে সবাইকে চমকে দেন। কারণ তার মা হতে যাওয়ার খবরটি পুরোপুরি গোপন ছিল।

ব্রিটিশ ভায়োলিন বাদক ও সংগীতজ্ঞ বেনেডিক্ট টেলর ও রাধিকা দম্পতি প্রথমবার বাবা-মা হলেন। রাধিকা বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। সেখানেই সন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী।

লন্ডনে নাচ শিখতে গিয়ে ২০১১ সালে ব্রিটিশ ভায়োলিন বাদক ও সংগীতজ্ঞ বেনেডিক্ট টেলরের সঙ্গে রাধিকার পরিচয় হয়। ২০১২ সালে বিয়ে করেন এ জুটি। এরপর কেটে গেছে দীর্ঘ ১২ বছর। অবশেষে এ দম্পতির সংসার আলো করে এলো নতুন অতিথি।