ঝালকাঠি সদর হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে হাসপাতালের গ্যারেজে থাকা অ্যাম্বুলেন্স থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ডিবির ওসি মো. সেলিম উদ্দিন বলেন, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অ্যাম্বুলেন্সের টুলবক্স থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চালক জড়িত কি না খতিয়ে দেখা হচ্ছে।’’
এ বিষয়ে অ্যাম্বুলেন্সে চালক শাহাদাত হোসেন বলেন, ‘‘আমাকে ফাঁসানোর জন্য কেউ ইয়াবা রেখে গেছে। এ ঘটনায় আমি জড়িত না।’’
জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, ‘‘হাসপাতালের অ্যাম্বুলেন্স থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।’’
এ বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শামিম আহমেদকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।