সারা বাংলা

গোপালগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দলের কর্মী সম্মেলন

গোপালগঞ্জে জাতীয়তাবাদী ওলামা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা ওলামাদল এ কর্মী সম্মেলনের আয়োজন করে।

আজ শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার আড়পাড়ায় কর্মী সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ওলামা দলের যুগ্ম-আহ্বায়ক মাওলানা গোলাম মোস্তাফা। জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে কেন্দ্রীয় ওলামা দলের নেতারা বক্তব্য রাখেন।

জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ বলেন, ‘‘এখন যদি আমরা দলকে দাঁড় করাতে না পারি তাহলে আর কখনই সম্ভব হবে না। ওলামা দলের নেতাকর্মীরা সুসংগঠিত রয়েছে, আগেও শক্তিশালী ছিল, এখনো রয়েছে। আগামী দিনগুলোতে আওয়ামী লীগের কোনো অস্তিত নেই। আগামী নির্বাচনে আমরা জয়লাভ করতে পারব।’’  

কেন্দ্রীয় ওলামা দলের যুগ্ম-আহ্বায়ক মাওলানা গোলাম মোস্তাফা বলেন, ‘‘গোপালগঞ্জ অন্যরকম জেলা। আমরা ভেবেছিলাম আজ ১০১ সদস্যের কমিটি গঠনের তালিকা নিয়ে যেতে পারব। কিন্তু গোপালগঞ্জে বলে এখানে ১০১ আলেম-ওলাম পাওয়া কঠিন। গোপালগঞ্জে আমরা ওলামা দলের যে কমিটি গঠন করব, তারা আলেম সমাজের জন্য এখানে কাজ করে যাবেন।’’ 

বিগত দিনে সরকার আলেম সমাজের ওপর নানা ধরনের নির্যাতন করেছে বলেও মন্তব্য করেন বক্তারা।