সারা বাংলা

ঝিনাইদহে বিএনপি কার্যালয়ে হামলা

ঝিনাইদহ জেলা বিএনপির একাংশের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছে কয়েকজন যুবক বলে অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের গীতাঞ্জলি সড়কে অবস্থিত ওই কার্যালয়টিতে হামলা হয়। জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ইব্রাহীম রহমান বাবু এ তথ্য নিশ্চিত করেছেন।

ইব্রাহীম রহমান বাবু অভিযোগ করে বলেন, “হামলার সময় অফিসে কেউ ছিল না। কিছু যুবক অফিসের গলিতে ঢুকে হামলা করে। এ সময় তারা অফিসে থাকা চেয়ার-টেবিল ভাঙচুর করে। হামলাকারীরা বেগম খালেদা জিয়া ও জিয়াউর রহমানের ছবি ছিঁড়ে ফেলে।”

ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, “আমরা সেখানে গিয়েছিলাম। কিছু চেয়ার ভাঙচুর করা হয়েছে। এখনো কেউ অভিযোগ করেননি। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।”

এলাকাবাসী জানান, ঝিনাইদহ জেলা বিএনপি দুই গ্রুপে বিভক্ত। একটি গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ। অপর গ্রুপের নেতৃত্বে রয়েছেন জেলা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. ইব্রাহীম রহমান বাবু। তিনি ঝিনাইদহ-২ আসনের বিএনপির প্রয়াত সংসদ সদস্য মসিউর রহমানের ছেলে।