জমে উঠেছে লা লিগার লড়াই। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ নিজেদের মধ্যে বজায় রেখেছে মহারণ। বার্সেলোনার হোঁচটের সুযোগে রিয়ালের সামনে সুযোগ এসেছিল শীর্ষে ওঠার। তবে রায়ো ভায়োকানোর বিপক্ষে ৩-৩ গোলে ড্র করে সেই সুযোগ হারাল কার্লো আনচেলত্তির দল।
শনিবার (১৪ ডিসেম্বর) রায়ো ভায়োকানোর মাঠে উনাই লোপেস স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন আব্দুল মুমিন। এরপর ফেদে ভালভার্দে ও জুড বেলিংহ্যামের গোলে দ্রুতই সমতা ফেরায় রিয়াল। রদ্রিগো দলকে গিয়ে নেওয়ার পর রিয়ালের পয়েন্ট কেড়ে নেন ইসি পালাসন।
নিজেদের মাঠে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ভায়োকানো। চতুর্থ মিনিটে জাল খুঁজে নেন লোপেস। এরপর একাদশ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার দারুণ সুযোগ হাতছাড়া করেন দে ফ্রুতোস। ৩৩তম মিনিটে আরেকটি সুযোগ মিস করেন পাথি সিস।
রিয়াল যখন সমতায় ফিরতে মরিয়া, ঠিক তখনই ৩৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ভায়োকানোর মুমিন। পালাসনের দারুণ কর্নারে জোরাল হেডে জাল খুঁজে নেন ঘানার এই ডিফেন্ডার। দুই গোলে পিছিয়ে পড়ে প্রথমার্ধেই অবশ্য ব্যবধান কমায় রিয়াল। গোল করেন ভালভার্দে।
এরপর প্রথমার্ধেই আরো এক গোল শোধ করে রিয়াল। ৪৫তম মিনিটে সমতা ফেরানো গোলটি করেন বেলিংহ্যাম। দারুণ ক্রসে চমৎকার হেডে ঠিকানা খুঁজে নেন বেলিংহ্যাম। এ নিয়ে লিগে টানা টানা ছয় ম্যাচে জালের দেখা পেলেন ইংলিশ মিডফিল্ডার। সমতার স্বস্তিতে বিরতিতে যায় রিয়াল।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আরো আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে রিয়াল। ৫৬তম মিনিটে এগিয়েও যায় তারা। ডি বক্সের বাইরে বল পেয়ে জোরাল শট নেন রদ্রিগো। ভাইয়েকানোর এক ডিফেন্ডারের পায়ে লেগে একটু দিক পাল্টে জড়ায় জালে।
পাল্টা আক্রমণে ভায়োকানো জাল খুঁজে নেয় ৬৪তম মিনিটে লুজনের ফ্রি কিক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন কোর্তোয়া। তবে বল আয়ত্তে নিতে পারেননি। ফিরতি বল পেয়ে ছুটে গিয়ে অনায়াসে বাকি কাজ সারেন পালাসন। নির্ধারিত সময় পর্যন্ত আর গোল দিতে পারেনি কোনো দল।
এই ড্রয়ের পর ১৭ ম্যাচে ১১ জয় ও চার ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে রিয়াল। সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে চূড়ায় বার্সেলোনা। পরের ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদ জিতলে তিনে নেমে যেতে হবে স্প্যানিশ চ্যাম্পিয়নদের।