খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, সরকারি গুদামে আমন ধান ও চাল সংগ্রহ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। নির্ধারিত সময়ের মধ্যে সংগ্রহ সম্পন্ন হবে। এ জন্য জেলা প্রশাসক ও খাদ্য কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।
আজ রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে নীলফামারী সার্কিট হাউসে ‘চলতি আমন ধান-চল সংগ্রহ লক্ষ্যমাত্রা ও অর্জন’ বিষয়ক রংপুর বিভাগীয় মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, কৃষকদের লাভের কথা বিবেচনা করে আমন ধান ও চালের দাম ৩ টাকা করে বাড়ানো হয়েছে। এ সময় রংপুর অঞ্চলে কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার (সিএসডি) স্থাপনে সরকারের পরিকল্পনা কথা উল্লেখ করেন তিনি।
রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আব্দুল খালেক, নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানসহ রংপুর বিভাগের ৮ জেলার জেলা প্রশাসক ও জেলা খাদ্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গতবারের চেয়ে কেজিতে তিন টাকা বাড়িয়ে আমন মৌসুমে ১০ লাখ টন ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্র ঠিক করে সরকার। গত নভেম্বর সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে কেনাকাটার এ সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে খাদ্য সচিব মো. মাসুদুল হাসান জানান, আগামী ১৭ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আমন মৌসুমের ধান চাল সংগ্রহ চলবে। আর আতপ চাল সংগ্রহের সময় ১৭ নভেম্বর থেকে ১০ মার্চ পর্যন্ত।
এ বছর প্রতি কেজি সেদ্ধ চাল ৪৭ টাকা, আতপ চাল ৪৬ টাকা এবং ধান ৩৩ টাকায় সংগ্রহ করা হবে। এর মধ্যে সাড়ে ৩ লাখ টন ধান ও সাড়ে ৫ লাখ টন চাল এবং ১ লাখ টন আতপ চাল সংগ্রহের লক্ষ্য ধরা হয়েছে।
উৎপাদন খরচ গত বছরের চেয়ে দুই থেকে আড়াই টাকা বেড়েছে বিবেচনায় ফসলের দাম কেজিতে ৩ টাকা করে বাড়ানো হয়েছে বলে জানান সচিব।