ব্রিসবেন টেস্টে ব্যাকফুটে আছে ভারত। স্টিভেন স্মিথ ও ট্র্যাভিস হেডের সেঞ্চুরিতে ভর করে ১০১ ওভারে ৭ উইকেটে ৪০৫ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে অস্ট্রেলিয়া। ভারতের ব্যাকফুটে থাকা দিনে এগিয়ে ছিলেন জাসপ্রিত বুমরাহ। অস্ট্রেলিয়ার ৭ উইকেটের ৫টিই নিয়েছেন তিনি। যা তার টেস্ট ক্যারিয়ারের দ্বাদশ ফাইফার। আর এর মধ্য দিয়ে জহির খান ও ইশান্ত শর্মার রেকর্ড ভেঙে ভারতের বোলারদের মধ্যে সবচেয়ে বেশি ফাইফার নেওয়ার তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছেন।
ভারতের জার্সি গায়ে টেস্ট ক্রিকেটে জহির ও ইশান্ত মোট ১১টি করে ফাইফার নিয়েছিলেন। তাদের সঙ্গে এতোদিন যৌথভাবে দ্বিতীয় স্থানে ছিলেন বুমরাহ। আজ রোববার (১৫ ডিসেম্বর, ২০২৪) অস্ট্রেলিয়ার, উসমান খাজা, নাথান ম্যাকসুইনি, স্টিভেন স্মিথ, ট্র্যাভিস হেড ও মিচেল মার্শকে আউট করে এককভাবে দ্বিতীয় স্থানে উঠে যান।
বুমরাহর সামনে এখন আছেন কেবল কপিল দেব। যিনি তার টেস্ট ক্যারিয়ারে মোট ২৩ বার পাঁচ উইকেট শিকার করেছেন। তবে একটি জায়গায় ইতোমধ্যে কপিলকে পেছনে ফেলেছেন বুমরাহ। সেটপা হলো— দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় সবচেয়ে বেশিবার পাঁচ উইকেট নেওয়ার দিক দিয়ে। কপিল এসব দেশে খেলে সাতবার নিয়েছিলেন ফাইফার। আজ বুমরাহ তাকে ছাড়িয়ে আটবার নিলেন।
সবচেয়ে বেশি পাঁচ উইকেট শিকারি ভারতীয় পেসার: ১. কপিল দেব: ২৩, ২. জাসপ্রিত বুমরাহ: ১২, ৩. জহির খান: ১১, ৪. ইশান্ত শর্মা: ১১, ৫. জাভাগাল শ্রীনাথ: ১০।