খেলাধুলা

ঘরের মাঠে অঘটনের শিকার বার্সা

স্প্যানিশ লা লিগায় শেষ করে লিগানেসের কাছে হেরেছিল বার্সেলোনা? নিশ্চয়ই ধূলো জমা ফাইল ঘাটতে হবে সেটা খুঁজে বের করতে। কিন্তু সেটার আর প্রয়োজন নেই। রোববার (১৫ ডিসেম্বর, ২০২৪) দিবাগত রাতে বার্সেলোনাকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে লিগানেস। যা বার্সার মাঠে তাদের প্রথম জয়।

এই জয়ে পয়েন্ট টেবিলের ১৭তম অবস্থান থেকে ১৫তম স্থানে উঠে এসেছে লিগানেস। অন্যদিকে ১৮ ম্যাচ থেকে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান হারানোর ঝুঁকিতে পড়েছে বার্সেলোনা। ১৭ ম্যাচ থেকে ৩৮ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো আছে দ্বিতীয় স্থানে। আর ৩৭ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ আছে তৃতীয় স্থানে।

লা লিগায় অবশ্য সময়টা ভালো যাচ্ছে না বার্সেলোনার। গেল এক মাসে তারা ছয় ম্যাচ খেলে মাত্র একটিতে জিতেছে। ঘরের মাঠে এদিন ম্যাচের চতুর্থ মিনিটেই পিছিয়ে পড়ে তারা। এ সময় কর্নার পায় লিগানেস। কর্নার থেকে অস্কার রদ্রিগুয়েজের ক্রসে হেড নিয়ে জালে জড়ান সার্জিও গঞ্জালেস।

এরপর গোল শোধ দিতে চেষ্টা কোনো ত্রুটি রাখেনি বার্সা। ৮০.২ শতাংশ বল দখলে রেখে, ২০টা আক্রমণ শানিয়ে, ৮টা কর্নার পেয়ে, ৪টি অন টার্গেটে শট নিয়েও জালের নাগাল পায়নি তারা। তাতে ঘরের মাঠের দর্শকদের সামনে তিক্ত হারের স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হয় কাতালানদের। চলতি মৌসুমে লিগে এটা ছিল তাদের চতুর্থ হার।