১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্ব মানচিত্রে স্থান পায় লাল-সবুজের একটি পতাকা। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী মরণপণ যুদ্ধ শেষে বীর বাঙালিরা ছিনিয়ে আনে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র। সেই বাংলাদেশের পবিত্র মাটিতে দাঁড়িয়ে প্রাণভরে নিশ্বাস নিয়ে গর্বিত বাঙালিরা। যাদের রক্তের বিনিময়ে এই অর্জন, শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করেছেন দেশের শোবিজ অঙ্গনের তারকারা।
মহান বিজয় দিবস উপলক্ষে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর। শ্রোতাপ্রিয় এ গায়ক লিখেছেন, “সালাম বাংলাদেশ। সকল বীর মুক্তিযোদ্ধার প্রতি বিনম্র শ্রদ্ধা। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। ভালোবাসা অবিরাম।”
পুত্র বীরের সঙ্গে তোলা একাধিক ছবি শেয়ার করে চিত্রনায়িকা শবনম বুবলী লেখেন, “সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। বিনম্র শ্রদ্ধা সকল বীর শহীদদের প্রতি।”
ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বও বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। এ অভিনেতা লেখেন, “আমার বাংলাদেশ, আমার সার্বভৌমত্ব, আমার সার্বভৌমত্বের প্রতীক, আমার পরিচয়, আমার অহংকার। সবাইকে জানাই বিজয় দিবসের শুভেচ্ছা।” জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খান লেখেন, “আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।”
নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করে অভিনেত্রী শবনম ফারিয়া লেখেন, “এই দেশের মানুষ চিরকাল গর্ববোধ করবে যে দিনটির জন্য, আজকে সেই দিন, ১৬ ডিসেম্বর। মহান বিজয় দিবস। আজ এই বিজয়ের আনন্দের দিনে গভীর কৃতজ্ঞতা ও পরম শ্রদ্ধায় স্মরণ করছি দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর সন্তানদের। সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা।”
নিজের একটি ছবি পোস্ট করে আগামীর সুন্দর বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করে সংগীতশিল্পী পড়শি লেখেন, “মহান বিজয় দিবসের শুভেচ্ছা সবাইকে। এগিয়ে যাক আমাদের প্রিয় বাংলাদেশ।” চিত্রনায়িকা শিরিন শিলা লেখেন, “বিজয় দিবসের শুভেচ্ছা।”