বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে রাজশাহী কলেজে ‘জুলাই বিপ্লব’ কে ধারণ করে শিক্ষার্থীদের উদ্যোগে দেয়ালিকা প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
রবিবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টায় রাজশাহী কলেজ প্রশাসন ভবনের সামনে প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
দেয়ালিকায় ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস এবং ঐতিহাসিক জুলাই বিপ্লবের গুরুত্ব তুলে ধরা হয়। এতে মুক্তিযুদ্ধকালীন সংগ্রাম, আন্দোলন এবং বিজয়ের পেছনের গল্প চিত্র, নথিপত্র এবং ঐতিহাসিক উপকরণের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে।
প্রদর্শনীতে রাজশাহী কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি অন্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। দেয়ালিকায় ফুটে ওঠা মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশপ্রেমের বার্তা উপস্থিত সবাইকে মুগ্ধ করেছে।
রাজশাহী কলেজের শিক্ষার্থীদের এ উদ্যোগ নতুন প্রজন্মের মধ্যে স্বাধীনতার চেতনা ও দেশপ্রেমের বীজ বপনে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করেন দর্শনার্থীরা। এ ধরনের প্রদর্শনী স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ছড়িয়ে দিতে এবং জাতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের একটি কার্যকর মাধ্যম হিসেবে বিবেচিত হবে।