সারা বাংলা

হিলি ও আখাউড়া সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার দিয়েছে বিজিবি 

মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তের শূন্যরেখায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় হিলি আইসিপি ক্যাম্পের সুবেদার শাহাদাত হোসেন ভারতের ৭৯ বিএসএফ ব্যাটালিয়নের এসআই এসএন চৌবির হাতে চার প্যাকেট মিষ্টি তুলে দেন।

পরে সুবেদার শাহাদাত হোসেন সাংবাদিকদের বলেছেন, “বিভিন্ন দিবস ও উৎসবগুলোতে আমরা শুভেচ্ছা বিনিময় করে থাকি। এরই ধারাবাহিকতায় আজকের এই মিষ্টি বিনিময়। এতে সীমান্তে দায়িত্ব পালনরত দুই বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আমি আশা করি।”

অন্যদিকে, ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটমেন্টের প্রতিবেদনে জানানো হয়েছে, বাংলাদেশের ৫৩তম মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে বিএসএফ ও বিজিবির শীর্ষ কর্মকর্তারা মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন।