ভাঙ্গায় অজ্ঞাত একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ দুজন নিহত হয়েছেন।
সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার নওয়াপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোটরসাইকেল চালক দীপক কাপাসিয়া গোপি (৪৫) এবং আরোহী খন্দকার মামুনুর রহমান (৪৫)। দীপক কাপাসিয়া ফরিদপুর জেলার চরভদ্রাসনের খালাসীর ডাঙ্গী গ্রামের পরশ কাপাসিয়ার ছেলে এবং মামুনুর রহমান ফরিদপুর সদর উপজেলার পশ্চিম আলিপুর মহল্লার খন্দকার বজলুর রহমানের ছেলে।
ভাঙ্গা থানার উপ পরিদর্শক হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “ফরিদপুর থেকে ভাঙ্গাগামী একটি মোটরসাইকেলকে পিছন দিক থেকে অজ্ঞাত একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক দীপক কাপাসিয়া গোপী মারা যান। তার সঙ্গে থাকা আরোহী খন্দকার মামুনুর রহমানকে গুরুতর আহত অবস্থায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।”
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকী বলেন, “অজ্ঞাতবাসটির অনুসন্ধান করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”