খেলাধুলা

ফলোঅন শঙ্কায় ভারত

ব্রিসবেন টেস্ট ফলোঅন শঙ্কা মাথায় নিয়ে তৃতীয় দিন শেষ করেছে ভারত। দ্বিতীয় দিনে ট্র্যাভিস হেড ও স্টিভেন স্মিথের সেঞ্চুরি এবং আজ তৃতীয় দিন প্রথম সেশনে আলেক্স ক্যারির ৭০ রানের ইনিংসে ভর করে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ৪৪৫ রান করে সবকটি উইকেট হারিয়ে।

জবাবে ৪৪ রান তুলতেই ভারত হারায় ৪ উইকেট। সেখান থেকে লোকেশ রাহুল ও রোহিত শর্মা দিন শেষ করে আসেন ৪ উইকেটে ৫১ রান করে। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের চেয়ে এখনও তারা পিছিয়ে আছে ৩৯৪ রানে। ফলোঅন এড়াতে তাদের এখনও প্রয়োজন ১৯৫ রান!

ব্যাট করতে নেমে চতুর্থ রানেই যশস্বী জয়সওয়ালকে হারায় ভারত। ১ চার মেরে মিচেল স্টার্কের বলে ফরোয়ার্ড স্কয়ার লেগে মিচেল মার্শের হাতে ধরা পড়ে সাজঘরে ফেরেন। ৬ রানের মাথায় স্টার্কের দ্বিতীয় শিকার হয়ে ফিরেন শুভমান গিল (১)। তিনি ড্রাইভ করতে গিয়ে গালিতে ধরা পড়েন মার্শের হাতে।

বিরাট কোহলিও বেশি দূর যেতে পারেননি। জস হ্যাজলেউডের বল আলতো করে কোহলির ব্যাট ছুঁয়ে গিয়ে জমা হয় আলেক্স ক্যারির গ্লাভসে। ৩ রান করেন ভারতের সাবেক অধিনায়ক। ৪৪ রানের মাথায় কোহলির মতো প্যাট কামিন্সের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন ঋভষ পন্ত। ৯ রান আসে তার ব্যাট থেকে।

সেখান থেকে লোকেশ রাহুল ও রোহিত শর্মা দিন শেষ করে আসেন। রাহুল ৩৩ ও রোহিত শূন্যরানে অপরাজিত আছেন। তারা দুজন আগামীকাল মঙ্গলবার সকালে আবার ব্যাট করতে নামবেন।

তার আগে ৭ উইকেট হারিয়ে ৪০৫ রান তুলে দ্বিতীয় দিন শেষ করা অস্ট্রেলিয়া আজ বাকি ৩ উইকেট হারিয়ে দলীয় সংগ্রহে ৪০ রান যোগ করতে পারে। ৪২৩ রানের মাথায় স্টার্ক ফিরেন ১৮ রান করে। এরপর ৪৪৫ রানের মাথায় নাথান লায়ন ২ রান করে আউট হন। আর একই রানে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন ক্যারি। তিনি ৮৮ বল ৭টি চার ও ২ ছক্কায় ৭০ রানের মূল্যবান ইনিংস খেলেন।

বুমরাহ ২৮ ওভারে ৯ মেডেনসহ ৭৬ রান দিয়ে ৬টি উইকেট নেন। ২টি উইকেট নেন মোহাম্মদ সিরাজ। আর ১টি করে উইকেট নেন আকাশ দীপ ও তিনিশ কুমার রেড্ডি।