আইন ও অপরাধ

হত্যাচেষ্টার মামলায় রিমান্ডে সাবেক কাউন্সিলর তৈমুর রেজা

রাজধানীর হাতিরঝিল থানাধীন এলাকায় মো. সোহেল নামের এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৈমুর রেজা খোকনের (৫৬) এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৬ ডিসেম্বর) শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান।

এদিন তৈমুর রেজা খোকনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার উপ-পরিদর্শক রুপন চৌধুরী। তৈমুর রেজা খোকনের আইনজীবী রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার এক দিনের রিমান্ডের আদেশ দেন। 

গতকাল রোববার (১৫ ডিসেম্বর) রাতে রাজধানী থেকে তৈমুর রেজা খোকনকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

মামলা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে হাতিরঝিল থানাধীন ঝিলপাড় এলাকায় গুলিবিদ্ধ হন মো. সোহেল। চিকিৎসা শেষে গত ২৪ আগস্ট রাজধানীর হাতিরঝিল থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে হত্যাচেষ্টার মামলা দায়ের করেন তিনি।